• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৬:০৫ পূর্বাহ্ন

বাংলাদেশের বিপক্ষে হেরে যা বললেন ভারতীয় অধিনায়ক

ডেস্ক নিউজ / ২২ ভিউ টাইম
আপডেট : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

এশিয়া কাপের ১৬তম আসরের ১২তম ম্যাচে শুক্রবার লড়াই করেও হেরে যায় ভারত। বাংলাদেশের বিপক্ষে ২৬৬ রানের টার্গেট তাড়ায় রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত হেরে যায় ৬ রানে।

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ ওভারে ১২রান তাড়া করে জয় ছিনিয়ে নিতে পারেনি এশিয়ার শক্তিশালী দল ভারত।

সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে হেরে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, আমরা ফাইনাল ম্যাচের আগে বিশ্বকাপে খেলার সম্ভাবনা রয়েছে এমন কিছু খেলোয়াড়কে এই ম্যাচের একাদশে অন্তর্ভুক্ত করেছিলাম। আমরা দেখতে চেয়েছিলাম তাদের প্রতিভা। অক্ষর প্যাটেল অনেক ভালো ব্যাট করেছে। কিন্তু ইনিংসের শেষ পর্যন্ত খেলতে পারেনি।

রোহিত আরও বলেন, বাংলাদেশের বোলারদের কৃতিত্ব দিতেই হবে। তারা দুর্দান্ত বোলিং করেছে। শুভমান গিলও ভালো ব্যাটিং করেছে। তার সেঞ্চুরিটি দুর্দান্ত ছিল। সে জানে কিভাবে রান করতে হয়। দলের প্রয়োজনে সে গত এক বছরে দুর্দান্ত পারফর্ম করছে। ফাইনালের আগে সে নিজেরে অনুশীলন সেরে নিল।


আরো বিভন্ন বিভাগের নিউজ