• শনিবার, ০৪ মে ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন

আগামী আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে লামায় বঙ্গবন্ধু পরিষদ বিশাল আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক / ২৩ ভিউ টাইম
আপডেট : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

আগামী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী পার্বত্য রত্ন বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি কে ৭ম বারের মতো নির্বাচিত করার লক্ষ্যে বঙ্গবন্ধু পরিষদ উদ্যোগে পার্বত্য জেলার বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদ উদ্যোগে বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) বিকালবেলা।

ফাইতং বঙ্গবন্ধু পরিষদ প্রতিষ্ঠাতা ও সভাপতি বদিউল আলম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফাইতং ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান মোঃ ওমর ফারুক, বিশেষ অতিথি সহসভাপতি শহিদুল্লাহ মিন্টু, সহসভাপতি মাহামুদুর রহমান শুক্কুর, নাজেম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ এইচ এম আহসান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো.সোজা আকবর, কৃষক লীগের সভাপতি ইউপি সদস্য মুহাম্মদ জুবাইরুল ইসলাম জুবাইর, যুবলীগ সভাপতি বাবু থোয়াই সানু মার্মা, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, মহিলা আওয়ামিলীগ সভাপতি শাহেদা ইয়াসমিন শাহেদা, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান রুবেল, ছাত্রলীগ সহসভাপতি ইসমাইলুল করিম, সাধারণ সম্পাদক রাকিব হোসেন রাজু, বিভিন্ন এলাকার গণমান্য ব্যক্তিসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অতিথি বক্তৃতা শহিদুল্লাহ মিন্টু, মাহামুদুর রহমান শুক্কুর, এইচ এম আহসান উল্লাহ, মো. জুবাইর,মোহাম্মদ ইয়াছিন বক্তব্য বলেন, ফাইতং বিভিন্ন গ্রামের সাধারণ মানুষের মধ্যে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তোলে ধরেন। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি’কে নৌকায় ভোট দেন। বর্তমান সময়ে মানুষের সেবা করতে হলে সারাদিন পরিশ্রম করতে হয়। সারাদিন কষ্ট করতে হয়, সে কষ্ট বান্দরবান অভিভাবক বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি করে যাচ্ছে বান্দরবানবাসীর জন্য । আমাদের বিশ্বাস আপনাদের কাছে থেকে ভালবাসা পাবে।

প্রধান অতিথি মো. ওমর ফারুক বলেন, নির্বাচনের আগে অনেকেই ৫শ টাকা দিয়ে আপনাকে ভোট দিতে বলবেন। টাকার বিনিময়ে ভোট দিলে আপনাদের ভবিষ্যত ভালো হবে না। আমাদের অভিভাবক বাহাদুর উশৈসিং এমপি মহোদয়, কমিউনিটি ক্লিনিক, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা চালু করেছে। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন সাধনের ফলে শিক্ষার মান ও হার বৃদ্ধি পেয়েছে।বাংলাদেশ এখন উন্নয়নের পথে ধাবিত হচ্ছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি আগামী নির্বাচনে বাংলাদেশের উন্নয়নের রুপকার জননেত্রী শেখ হাসিনার সরকারকে আবারো নির্বাচিত করার আহ্বান জানান।


আরো বিভন্ন বিভাগের নিউজ