• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১০:০২ অপরাহ্ন

ঈদগড়ে অপহৃত যুবক তারেকুল ইসলাম ১ লক্ষ ৫০ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেল

ইব্রাহিম খলিল / ৮৪ ভিউ টাইম
আপডেট : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে অপহৃত যুবক মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন অপহৃত তারেকের মামা ঈদগড় ইউপি ১নং ওয়ার্ড সদস্য খোরশেদ আলম। জানা যায়, গতকাল (মঙ্গলবার) রাত নয়টার দিকে রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের স্বপ্নতরী পার্ক সংলগ্ন একটি জায়গাতে অপহরণকারীরা তাকে ছেড়ে দেয়।

উল্লেখ্য, গত সোমবার রাত ১১ টার দিকে ঈদগাঁও থেকে টমটম যোগে ঈদগড় আসার পথে সড়কের পানেরছড়া ঢালায় অপহরণের শিকার হয় তারেকুল ইসলাম (২১)। সে ঈদগড় ইউনিয়নের ১নং ওয়ার্ড ধুমছাকাটা এলাকার বাসিন্দা মোহাম্মদ ওসমানের ছেলে। তারেকুল ইসলাম পেশায় একজন টমটম চালক।

এদিকে তারেকুল ইসলামের সাথে শহিদুল ইসলাম (২২) তাকেও অপহরণ করা হয়। শহিদুল ইসলাম ঈদগড় ৮নং ওয়ার্ড ছগিরাকাটা এলাকার মৃত দানু মিয়ার ছেলে। সে পেশায় আলফা লাইফ ইন্সুরেন্সে চাকরি করে। শহিদুল ইসলাম অপহরণের দিন সকাল ৬ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে সু কৌশলে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে আসে।

অপহৃত দুই যুবকের পরিবারের কাছে জানতে চাইলে তারা বলেন, তারেকুল ইসলাম ও শহিদুল ইসলাম কে অপহরণকারীরা বেধড়ক মারধর করে।


আরো বিভন্ন বিভাগের নিউজ