• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৪ অপরাহ্ন

১৮ কোটিতে বিক্রি হলেন মিচেল স্টার্ক

ডেস্ক নিউজ / ৯১ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের সদস্য মিচেল স্টার্ক সাত বছর পর আইপিএলে ফিরেছেন। তাকে নিলামের আগেই দলে ফিরিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)।

এদিকে বেস প্রাইস কোটি রুপি ছিল প্রোটিয়া তরুণ তুর্কি জেরাল্ড কোয়েৎজির। প্রায় নয়গুণ বেশি দর পেলেন তেইশের ক্যারাটে কিড। গুজরাট টাইটান্স নিয়েছে দক্ষিণ আফ্রিকার এই তরুণ বোলারকে।

আইপিএলের নিলাম আজ। সোমবার আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি নেমেছিল নিলামের ড্রেস রিহার্সালে। তাদের পক্ষ থেকে ১০ প্রতিনিধি মক অকশনে ক্রিকেটারদের বেছে নেন। সবচেয়ে বেশি দাম পেয়েছেন অস্ট্রেলিয়ার স্টার্ক। তারপর কোয়েৎজি। মক অকশনে বেশি দর পাওয়া আরও চার ক্রিকেটার হলেন অসি অধিনায়ক প্যাট কামিন্স, ভারতের শার্দুল ঠাকুর, ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্র“ক ও শ্রীলংকান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। আরসিবির প্রতিনিধি হিসাবে ছিলেন মাইক হেসন। মিচেল স্টার্ককে ১৮ কোটি ৫০ লাখ রুপিতে কেনেন তিনি।

গুজরাট টাইটান্সের প্রতিনিধি ছিলেন পার্থিব প্যাটেল। দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েৎজিকে ১৮ কোটি রুপিতে কিনলেন প্যাটেল। সানরাইজার্স হায়দরাবাদের প্রতিনিধি এডইন মরগান। প্যাট কামিন্সকে ১৭ কোটি ৫০ লাখ রুপি দিয়ে নেন তিনি।

পাঞ্জাব কিংস ১৪ কোটি রুপি দিয়ে নিল ভারতীয় অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে। মক অকশনে গুজরাট টাইটান্স ইংল্যান্ডের হ্যারি ব্র“ককে নয় কোটি ৫০ লাখ রুপি দিয়ে দলে নেয়।


আরো বিভন্ন বিভাগের নিউজ