পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ২নং বাইশারী ইউনিয়নের ৮নং ওয়ার্ড নারিচ বুনিয়া এলাকার স্থায়ী বাসিন্দা মংথোইছা মার্মা ও ম্যাম্যাচিং মার্মা দম্পতির ৪ বছরের ছেলে মংছাইলাং এই শিশুটি জন্মগত ভাবে দুচোখ সমস্যা নিয়ে এই দুনিয়াতে ভূমিষ্ট হয়।
শিশুটির মা ম্যাম্যাচিং মার্মার সাথে এই প্রতিবেদকের কথা হলে তিনি জানান, তার ছেলেটির
চিকিৎসার্তে মোটা অংকের টাকা প্রয়োজন। যা তাঁর অতি দরিদ্র পরিবারের পক্ষে কখনো সম্ভব নয়। তাই তিনি, সমাজের বিত্তবান, সহৃদয়বান ব্যক্তিদের মানবতাকে পরিস্ফুটিত করতে চিকিৎসা ব্যয় বহনে এগিয়ে আসতে আকুল আবেদন করেন সমাজের সকলের কাছে।
শিশুটির মা আরও জানান, তাঁর ছেলে রাতের বেলায় অল্পস্বল্প চোখে দেখতে পারলেও দিনের বেলায় দুচোখ দিয়ে এই দুনিয়ায় সৌন্দর্য দেখতে সমস্যা হয়ে দাঁড়ায়। এদিকে মানবিক সাহায্যর্তে যোগাযোগ মোবাইল নাম্বার দেওয়া হলো 01856-591654
অপরদিকে শিশু মংছাইলাং ও মা ম্যাম্যাচিং এর ছবি একফ্রেমে।