• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৭ অপরাহ্ন

বিশ্বে নতুন শ্রমবাজার সৃষ্টিতে কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ / ১০৮ ভিউ টাইম
আপডেট : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

বিশ্বে নতুন নতুন শ্রমবাজার সৃষ্টিতে কাজ করছে সরকার। সম্ভাবনাময় দেশগুলোর সাথে যোগাযোগ চলছে। মেসিডোনিয়া ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতদের সাথে বৈঠক শেষে একথা বলেছেন, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

বুধবার (৩১ জানুয়ারি) সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সাথে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত মেসিডোনিয়ার রাষ্ট্রদূত। দেশটির শ্রমবাজারে বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।

এরপর সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত দেখা করেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সাথে। শ্রমবাজারসহ বিভিন্ন বিষয়ে তাঁরা আলোচনা করেন। এসময় আরব আমিরাতে দক্ষ জনশক্তি পাঠানোর বিষয়ে কথা বলেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। বৈঠক শেষে প্রতিমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে নতুন নতুন শ্রমবাজার খুঁজছে বাংলাদেশ।


আরো বিভন্ন বিভাগের নিউজ