• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৭ অপরাহ্ন

বিশ্ব ইজতেমায় অংশ নিতে যাওয়া আরও এক মুসল্লির মৃত্যু

ডেস্ক নিউজ / ১২২ ভিউ টাইম
আপডেট : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

বিশ্ব ইজতেমায় অংশ নিতে যাওয়া এক মুসল্লির মৃত্যু হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ইজতেমা ময়দানে তার মৃত্যু হয়। এ নিয়ে এবারের বিশ্ব ইজতেমায় অংশ নিতে যাওয়া দুজন মুসল্লির মৃত্যু হলো।

নিহত মুসল্লির নাম মো. জামান (৪০)। তিনি চাপাইনবাবগঞ্জ জেলার সদর থানার চৌহরদিটোলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

নিহত জামানের সফরসঙ্গী জনি জানান, মাগরিবের নামাজের পর রান্নার কাজ করছিলেন জামান। এ সময় হঠাৎ সে অজ্ঞান হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামানকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারহানা তাসনিম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, এর আগে বুধবার দুপুরে ইজতেমায় অংশ নিতে যাওয়ার পথে ইউনুছ মিয়া (৬০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।


আরো বিভন্ন বিভাগের নিউজ