• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ন

বিএনপি প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে: কাদের

ডেক্স নিউজ / ৬৭ ভিউ টাইম
আপডেট : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

বিএনপি যাই করুক জনগণ তাদের আন্দোলন চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আন্দোলনে জনগণ সাড়া দেয়নি। হেরে যাওয়ার ভয়ে তারা নির্বাচনে অংশ নেয়নি। তারা নিজেদের প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। এ সময় কাদের বলেন, আন্দোলন তারা ব্যর্থ।

বিদেশি বন্ধুদের কাছে মুখ রক্ষার জন্য কর্মীদের ক্ষমতার প্রলোভন দেখিয়ে দলটি মাঠে নামিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপি জেলায় জেলায় পিকনিক করেছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা (বিএনপি) বয়কট করার পরেও ৪২ শতাংশ ভোট পড়েছে। ২৮টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। সরকার গঠনের পর বিশ্বের বিভিন্ন দেশ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে, একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

তিনি আরও বলেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও শুভেচ্ছা জানিয়েছে। এই নির্বাচন নিয়ে বিএনপি কী বলবে, কী করবে সেটা নিয়ে বিচলিত নয় আওয়ামী লীগ। সরকার এখন বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেই মনোযোগী।


আরো বিভন্ন বিভাগের নিউজ