• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৩:৪৭ পূর্বাহ্ন

মাওলানা আব্দুস ছমদের নামাজে জানাজা সম্পন্ন হাজার মানুষের ঢল

নিউজ রুম / ১৫৫ ভিউ টাইম
আপডেট : সোমবার, ৭ অক্টোবর, ২০১৯

নিজস্ব নিউজ :  চকরিয়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ, বিশিষ্ট ফেকাহ শাস্ত্রবিদ, হাজারো ওস্তাদের ওস্তাদ মাওলানা আব্দুস ছমদ (রহ.) প্রকাশ ‘বুড়া হুজুর’ এর নামাজে জানাজা সোমবার (৭ অক্টোবর) সকাল ৯ টায় ইসলামপুর ডুলাফকির মাজার সংলগ্ন মসজিদের মাঠে  অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে উপস্থিত ছিলেন হাজার মানুষ ও আলেমগন, নামাজের আগে তাহার ছেলে ক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, প্রবীণ আইনজীবী ও রাজনীতিবিদ মোহাম্মদ ফরিদ উদ্দিন ফারুকী শোকময় বক্তব্য পেশ করেন এবং জানাজার নামাজে ইমামতি করেন।

মাওলানা আব্দুস ছমদ (রহ.) রবিবার (৬ অক্টোবর) দুপুর বারোটার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ১১১ বছর।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
মরহুম মাওলানা আব্দুস ছমদ (রহ.) কক্সবাজার হাশেমিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন শিক্ষক ছিলেন।
এছাড়াও তিনি অসংখ্য দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদের গোড়াপত্তন করেন।
চকরিয়া উপজেলার খুটাখালী ফুলছড়ি ইসলামিয়া আদর্শ দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক আলহাজ্ব মাওলানা মনিরুজ্জামান খান মরহুম আব্দুস ছমদের জামাতা।

মাওলানা আব্দুস ছমদ (রহ.) এর সং‌ক্ষিপ্ত জীবনীঃ
আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ আবদুস ছমদ, পিতা মৃত আজগর আলী। ১৯০৯ সালে ঈদগাঁও পাঁহাশিয়াখালী গ্রামে জন্ম গ্রহণ করেন।
১৯৩৮ সালে ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদরাসায় ভ‌র্তি হ‌ন। কিছু‌দিন পড়েন।
পরের বছর ১৯৩৯ সালে চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদরাসায় ভর্তি হন।
কলকাতা শিক্ষাবোর্ডের অধীনে সেখান থেকে দা‌খিল, আলিম ও ফাজিল পাশ ক‌রেন।
১৯৫১ সা‌লে ঢাকা বো‌র্ডের অধী‌নে কামিল ডিগ্রি নেন।
ওই বছ‌রেই উখিয়ার রহম‌তের বিল মাদরাসায় হেড মাওলানা হি‌সে‌বে প্রথম কর্মজীবন শুরু করেন।
১৯৫২ সা‌লে কক্সবাজার হাশেমিয়া মাদরাসায় শিক্ষকতা করেন।
এরপর চকরিয়ার কাকারা তাজুল উলুম মাদ্রাসা, শাহারবিল আনওয়ারুল উলুম মাদরাসা, প‌টিয়া মকবু‌লিয়া মাদ্রাসা এবং সর্বশেষ ১৯৭৬ সা‌লে খুটাখালী তমিজিয়া ফাজিল মাদরাসায় উপাধ্যক্ষ হিসাবে যোগদান ক‌রে।
তমিজিয়া থেকে ১৯৯২ সালের ৩১ মে অবসর গ্রহণ করেন।
১৯৬৪ সালে পায়ে হেঁটে হজ্ব পালন করার গৌরব অর্জন করেন মাওলানা আবদুস ছমদ।
১৯৮৭ সা‌লে ২য় বার হজ্বব্রত পালন ক‌রেন।
তি‌নি ১০৭/৮ বছর বয়সে খালি চোখে তথা চশমা ছাড়া পড়তেন। স্থানীয় মমতাজুল উলুম মাদরাসায় ক্লাস নি‌তেন।
দে‌শের বি‌ভিন্ন আ‌লেম-ওলামাগণ জ‌টিল শরয়ী মাসয়ালা জানতে তাঁর কা‌ছে যেতেন, তি‌নি সং‌শ্লিষ্ট বিষ‌য়ে গ্রহণযোগ্য মাসআলা, ব্যাখ্যা প্রদান কর‌তেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ