গত ১০ই অক্টোবর বিকেল ৩ টার সময় কক্সবাজার সরকারি কলেজ গেইট এলাকায় ছিনতাই হওয়া মামলায় কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আলমকে আটক করায় ঝিলংজা ইউনিয়ন কমিউনিটি পুলিশের যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ঝিলংজা ইউনিয়ন কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ বলেন ছিনতাই করার দায়ে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। কমিউনিটি পুলিশে অপরাধীদের কোন ঠাঁই নাই।
তবে তাকে কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হবে কিনা এই ব্যাপারে জানা যায়নি।
কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিমের সাথে এই ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি বলেন কোন সন্ত্রাসী ও ছিনতাইকারীর স্থান ছাত্রলীগে নেই৷
তার আরেক সহযোগী সিয়াম মাহমুদ সোহেল ও রবি বৃহত্তর ঝিলংজায় সকল ধরনের চুরি, ছিনতাই ও ইয়াবা ব্যাবসার সাথে জড়িত বলে জানিয়েছে এলাকাবাসী।
সূত্রঃ আলোকিত উখিয়া।