সফি উল করিম স্বপ্নীল
কক্সবাজার সদরের ইসলামপুর ইউনিয়নের অন্যতম সামাজিক সংগঠন ‘নতুন অফিস ব্লাড ডোনার সোসাইটি’র উদ্যোগে আয়োজিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
“নাগরিক দায়িত্ববোধে এগিয়ে আসুন, আপনার শহর আপনি পরিষ্কার রাখুন” এ প্রতিপাদ্যে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নতুন অফিস বাজার এলাকায় এই অভিযান উদ্বোধন করেন কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক মোহাম্মদ শরীফ কোম্পানি। পরিচ্ছন্নতা অভিযানে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন- ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, ফরিদুল আজিম (দাদা), আব্দু শুক্কুর মেম্বার, এডভোকেট তারেকুল ইসলাম, নতুন অফিস ব্লাড ডোনার’স সোসাইটির উপদেষ্টা ছৈয়দ মুহাম্মদ তামিম, জসিম উদ্দিন, মনিরুল ইসলাম শুভ, আব্দুল আলিম।
সহযোগিতায় ছিলেন বৃহত্তর ঈদগাহ ব্লাড ডোনার’স সোসাইটি, ঈদগড় ব্লাড ডোনার্স ক্লাব,জীবন জাগরণ ব্লাড ডোনার’স সোসাইটি, চেতনা ব্লাড ব্যাংক বাংলাদেশ, বামুবিলছড়ি ধ্রুবতারা রক্ত দান সংগঠন।
এ সময় নতুন অফিস ব্লাড সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সোসাইটির প্রধান উদ্যোক্তা সফি উল করিম স্বপ্নীলের সার্বিক তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সফলভাবে সম্পন্ন হয়।