• বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৭ অপরাহ্ন

১২ ডিসেম্বর মহেশখালীর শাপলাপুর ইউপি নির্বাচন

বার্তা কক্ষ / ৯৭ ভিউ টাইম
আপডেট : রবিবার, ৩ নভেম্বর, ২০১৯

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১২ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। রোববার ৩ নভেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশন এই ইউনিয়ন পরিষদের নির্বাচনের তপশীল ঘোষনা করেন বলে কক্সবাজার জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘোষিত তপশীল অনুযায়ী ১৪ নভেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৭ নভেম্বর রোববার দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই, ২৪ নভেম্বর রোববার মনোনয়নপত্র প্রত্যাহারে শেষ দিন, ২৫ নভেম্বর সোমবার প্রতীক বরাদ্দ এবং ১২ ডিসেম্বর বৃহস্পতিবার ভোট গ্রহন। এদিকে, শাপলাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনের জন্য মহেশখালী উপজেলা নির্বাচন অফিসার জুলকারনাইন কে ইতিমধ্যে রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে বলে জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদাত হোসেন গণমাধ্যম জানিয়েছেন


আরো বিভন্ন বিভাগের নিউজ