নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার শহরে মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে ১২ নং ওয়ার্ডের দক্ষিণ কলাতলী (মেম্বারের গলি) এলাকা থেকে ৩০০ ইয়াবাসহ আবু তাহের (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাত ৮ টার দিকে তাকে আটক করা হয়।
আবু তাহের ওই এলাকার বাসিন্দা মৃত নুরুল ইসলামের ছেলে।
তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান ইন্সপেক্টর আব্দুল মালেক তালুকদার।
তিনি জানান, ১২ নং ওয়ার্ডের দক্ষিণ কলাতলী মেরিন ড্রাইভ রোডের বাঁধন এন্টারপ্রাইজের সামনে থেকে আবু তাহেরকে আটক করা হয়। এসময় তার পকেটে টাকা একটি পলিথিনে মোড়ানো অবস্থায় ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ইন্সপেক্টর আরো জানান, আবু তাহেরের বিরুদ্ধে মামলা করে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে এএসআই তন্তুমনি চাকমাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্রঃ সিবিএন।