• বুধবার, ০১ মে ২০২৪, ০১:৫৪ অপরাহ্ন

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আইন বিভাগ কর্তৃক এলপিএল ২০১৯ ক্রিকেট টুর্নামেন্টে অনুষ্ঠিত

নিউজ রুম / ২৭৭ ভিউ টাইম
আপডেট : বুধবার, ৬ নভেম্বর, ২০১৯

নিজস্ব নিউজ : খেলাধুলা জ্ঞানের বাইরে নয়, খেলাধুলা মানুষের মনকে সতেজ এবং প্রাণবন্ত করতে সাহায্য করে। প্রতিবছরের ন্যায় এবছর ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আইন বিভাগ কর্তৃক ” ল প্রিমিয়ার লীগ -১৯” ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে। এটি অনুষ্ঠিত হয়েছে বীরশ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামে। আজ সকাল নয় টাই প্রথম ম্যাচে উদ্বোদক হিসেবে উপস্থিত ছিলেন আইন বিভাগের প্রধান রাজিদুর রহমান । এতে চারটি টিম অংশগ্রহণ করে, যথাক্রমে ল কিংস, ল রেইন্জারস, ল ফাইটার্স, ল ডাইনামাইটস।
প্রথম ম্যাচ ল কিংস বনাম ল রেইন্জারস খেলা হয়, এতে বিজয় পায় ল রেইন্জারস দল। দ্বিতীয় ম্যাচ ল ফাইটার্স বনাম ল ডাইনামাইটস খেলা হয়, তাতে বিজয় পায় ল ফাইটার্স।

এই টুর্নামেন্ট এর সার্বিক সহযোগিতায় রয়েছে ফিল্ম ফর পিস ফাউন্ডেশন যারা অসহিষ্ণু, শান্তিপূর্ণ ও সহনশীল বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করছে। এই টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ ৭ই নভেম্বর অনুষ্টিত হবে। খেলাধুলা যেন সমাজে শান্তি বয়ে আনে এই লক্ষ্যে এমন আয়োজন বলে জানিয়েছেন ফ্লিমস ফর পিস ফাউন্ডেশন এর কক্সবাজার জেলা সমন্বয়ক ও আইন বিভাগের সাবেক ছাত্র মারুফ বিন কবির।


আরো বিভন্ন বিভাগের নিউজ