• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে সম্ভব্য ক্ষয়ক্ষতি রোধে সেনাবাহিনীর যৌথ মহড়া অনুষ্ঠিত

নিউজ রুম / ১৭৭ ভিউ টাইম
আপডেট : শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯

[ মোঃ নাজিম উদ্দিন ]

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’এর প্রভাব নিয়ে কক্সবাজারের উপকূলে আতঙ্ক দেখা দিয়েছে। ইতিমধ্যে সংকেত বাড়তে থাকায় সাগর উত্তাল রয়েছে। জোয়ারে প্লাবিত হচ্ছে কক্সবাজারের নিম্নাঞ্চল। বুলবুলের তীব্রতা শুরু হলে উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ভূমিধস ও ঝুপড়ি ঘরগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পের সম্ভব্য ক্ষয়ক্ষতি রোধে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ম পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে যৌথ মহাড়া আয়োজন করা হয়। শুক্রুবার (৮ নভেম্বর) রোহিঙ্গা ক্যাম্প গুলোতে সেনাবাহিনী ও ভলান্টিয়ারদের নিয়ে দিনব্যাপী চলে যৌথ মহাড়া।

ঘূর্ণিঝড় “বুলবুল” মোকাবেলায় সেনাবাহিনীর পাশাপাশি রোহিঙ্গা সেনাক্যাম্পের তত্ত্বাবধানে প্রায় বিশ হাজার রোহিঙ্গা ভলান্টিয়ার প্রস্তুত রাখা হয়েছে।

এছাড়াও দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসান, স্থানীয় প্রশাসন, এবং এনজিও , আই এনজিও সংস্থা গুলোর রয়েছে ব্যাপক প্রস্তুুতি। সেনাবাহিনীর সাথে মাঠ পর্যায়ে আপদকালীন সময় এক সঙ্গে কাজ করার কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় সভাও অনুষ্ঠানিত হয়।


আরো বিভন্ন বিভাগের নিউজ