• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০২:২৬ অপরাহ্ন

রোহিঙ্গা সংকট মোকাবেলায় ১৩ শ’ ৮২ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

নিউজ রুম / ৩৭৪ ভিউ টাইম
আপডেট : বুধবার, ৮ মে, ২০১৯

আনলাইন ডেস্ক : জরুরি ভিত্তিতে রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশকে এক হাজার ৩৮২ কোটি ২৯ লাখ টাকা বা ১৬ কোটি ৫০ লাখ ডলার দিচ্ছে বিশ্বব্যাংক। এটি অনুদান হিসেবে পাচ্ছে বাংলাদেশ।মাল্টিপল সেক্টর প্রকল্পে এই অর্থ সংস্থাটি দিচ্ছে বলে বিশ্বব্যাংক ঢাকা অফিস ও ইআরডি জানিয়েছে।

আজ বুধবার শেরেবাংলা নগরস্থ ইআরডি সম্মেলন কক্ষে এ ব্যাপারে বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি ভারপ্রাপ্ত সচিব মনোয়ার আহমেদ এবং বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ড্যানড্যান চেন চুক্তিতে স্বাক্ষর করেন।

জানা যায়, বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) এই অর্থায়ন করছে।

সচিব জানান, ১৯৭৮-৭৯, ১৯৯১-৯২ এবং ২০১৬ সালের অক্টোবর এ মিয়ানমার থেকে জোর পূর্বকভাবে বাংলাদেশে পাঠানো হয়। ১০ লাখের বেশি রোহিঙ্গা অনুপ্রবেশেরর ফলে বাংলাদেশের সার্বিক প্রবৃদ্ধি ও উন্নয়ন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এই প্রকল্পটি ২০১৮ সালের অক্টোবরে একনেক থেকে অনুমোদন দেয়া হয়। চুক্তি অনুষ্ঠানে জানানো হয়, আইডিএ বোর্ড সভায় গত ২ মে এই অনুদান অনুমোদন দেয়া হয়। প্রকল্পটি আগামী ২০২২ সালের মার্চে সমাপ্ত হবে।


আরো বিভন্ন বিভাগের নিউজ