ডেস্ক নিউজ :
রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলা
রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করেছে আফ্রিকার দেশ গাম্বিয়া।
সোমবার, নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করেন গাম্বিয়ার আইনমন্ত্রী আবুবকর তাম্বাদু। রোহিঙ্গা নিপীড়নের মধ্য দিয়ে মিয়ানমার জাতিসংঘের জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করে গাম্বিয়া।
এসময়, রোহিঙ্গা গণহত্যার নিন্দা জানানোর আহবান জানিয়েছে দেশটি। এছাড়া, রাখাইন পরিস্থিতির যেন অবনতি না হয়, তা নিশ্চিত করতে মিয়ানমারকে নির্দেশ দিয়ে একটি অস্থায়ী আদেশ জারির আহবানও জানায় গাম্বিয়া।
মামলায় বলা হয়, রোহিঙ্গাদের ওপর গণহত্যাপ্রবণ আচরণ শেষ করতে মিয়ানমারের সদিচ্ছার অভাব রয়েছে, দেশটি স্বেচ্ছাকৃতভাবে গণহত্যার প্রমাণ ধ্বংস করেছে। এই প্রথম মিয়ানমারের বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নিলো কোনো দেশ।
এর আগে, বিশ্বের মুসলিম দেশগুলোর সংস্থা-ওআইসির পক্ষে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করতে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়াকে বেছে নেয়া হয়। আইনি প্রক্রিয়ার সব খরচ বহন করবে সংস্থাটি। মামলা পরিচালনা করবেন আন্তর্জাতিক আইনে বিশেষজ্ঞ আইনজীবীরা।