• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:০১ পূর্বাহ্ন

চলন্ত গাড়িতে চালকের মৃত্যু: প্রানে বাচলো অর্ধশত যাত্রী

নিউজ রুম / ৪২০ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯

এম কলিম উল্লাহ, উখিয়া:

মৃত্যুর কোন দিন তারিখ সময় নির্ধারন নেই। জানি শুধু যাদের জন্ম হয়েছে তাদের মত্যু আসবেই। কিছু মৃত্যু সেহজে মেনে নেওয়া যাইনা। মৃত্যু হয় স্বাভািবিক আবার কিছু মৃত্যু অস্বাভাবিক। বিপদ যেমন জানিয়ে আসেনা তেমন মৃত্যু ও। এমনি এক ঘটনা ঘটেছে বৃহস্পতিবার কক্সবাজারের উখিয়ার কোটবাজারে। ড্রাইভারের আকস্মিক মৃত্যু হলেও প্রানে বাচলো অর্ধশত যাত্রী।

প্ররত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, প্রতিদিনের মতই তিনি গাড়ি নিয়ে বেরিয়েছিলেন, অর্ধশত যাত্রী নিয়ে কক্সবাজার থেকে টেকনাফের উদ্দেশ্যে যাচ্ছিলেন। হঠাৎ এমন এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে সেটা কেউ কল্পনাতেও আনে নি।

এই ব্যাক্তির নাম জহির আহমদ। সবাই জহির ড্রাইভার বলে ডাকে। উখিয়া উপজেলার পালংখালীর বাসিন্দা জহির কাজে বেরিয়েছিলেন অন্যান্য দিনের মতই। প্রায় ২৫ কিমি গাড়ি চালিয়ে সকাল ৯ টা নাগাদ যখন কোটবাজারে পৌঁছান তখনই তার হার্ট অ্যাটাক হয়।

যাত্রীদের নিরাপদে রেখে গাড়ি থামিয়ে স্টেয়ারিং ধরে বসে থাকতে থাকতেই হেলে পড়েন উনি। পাশেই যাত্রীরা সেটা খেয়াল করলে এমন পরিস্থিতিতে সবাই আতঙ্কিত হয়ে যান। উনার অবস্থা দেখে গাড়ির অর্ধশত যাত্রী এ অবস্থা দেখে কান্নায় ভেঙ্গে পড়েন। তাৎক্ষনিক উনাকে স্টেশনের লাগোয়া অরিজিন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কার মৃত্যু কখন হয় বলা মুশকিল, আল্লাহ্‌ যেন আমাদের সবাইকে হেফাজত করেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ