• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:৩৯ পূর্বাহ্ন

উখিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন

নিউজ রুম / ৯৬ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯

প্রেস বিজ্ঞপ্তি:
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ক্লাস পারা পল্লী সমাজের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে উখিয়া উপজেলার বিভিন্ন পল্লী সমাজের সদস্যগন অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে নারী পুরুষের সমতা রুখতে পারে সহিংসতা এই প্রতিপাদ্যের আলোকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ক্লাস পাড়া পল্লী সমাজের সভাপ্রধান, সেক্রেটারি ক্যাশিয়ার,রুমখা বড় বিল পল্লী সমাজের সভাপ্রধান, সেক্রেটারি ক্যাশিয়ার, সম্প্রতি সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধন পাওয়া আশার আলো পল্লী সমাজ মহিলা সমবায় সমিতি লিঃ, জয়িতা পল্লী সমাজ মহিলা সমবায় সমিতি লিঃ, মমতা পল্লী সমাজ মহিলা সমবায় সমিতি লিঃ, প্রত্যাশা পল্লী সমাজ মহিলা সমবায় সমিতি লিঃ, রূপালী পল্লী সমাজ মহিলা সমবায় সমিতি লিঃ, একতা পল্লী সমাজ মহিলা সমবায় সমিতি লিঃ উক্ত পল্লী সমাজের সভাপ্রধান, সেক্রেটারি ও ক্যাশিয়ার গণ বক্তব্য রাখেন।

উক্ত আলোচনা সভায় উপস্হিত ছিলেন আবুল কাসেম নূর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর কবীর উখিয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠা সভাপতি মোহাম্মদ রফিক উদ্দীন বাবুল।

বক্তারা নারী রাজনৈতিক ক্ষমতায়ন, অর্থনৈতিক ক্ষমতায়ন ও শিক্ষার উপর গুরুত্ব দেন। নারীরা সংগঠিত থাকলে সমাজে নারী নির্যাতন দিনে দিনে কমে আসবে এই আশাবাদ ব্যাক্ত করেন। সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ রাফুল আমিন প্রোগ্রাম অর্গানাইজার সি.ই.পি।


আরো বিভন্ন বিভাগের নিউজ