• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৪২ পূর্বাহ্ন

আইজিপি পদকে ভূষিত হলেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর

নিউজ রুম / ১৩৪ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০

মিছবাহ উদ্দীন (আরজু) মহেশখালী প্রতিনিধি :

কক্সবাজার জেলার সাগর দ্বীপ মহেশখালী থানার (ওসি) প্রভাষ চন্দ্র ধর সফলতার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের আইজিপি ব্যাজ পেলেন।

জাতীয় পুলিশ সপ্তাহ-২০২০ উপলক্ষে ঢাকাস্থ রাজারবাগ পুলিশ সদর দপ্তরের প্যারেড মাঠে আইজিপি ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) আনুষ্ঠানিক ভাবে তাঁকে এ মূল্যবান ব্যাজ পরিয়ে দেন।

বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের বিশ্বস্ত একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ পুলিশ বাহিনীতে আইজিপি ব্যাজ দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পুরস্কার হিসাবে গণ্য করা হয়।

আইজিপি ব্যাজ প্রাপ্ত ওসি প্রভাষ চন্দ্র ধর
কক্সবাজারের ডিডেক্টিভ ব্রাঞ্চের (ডিবি)ওসি থাকাবস্থায় ২০১৮ সালের অক্টোবর মাসে মহেশখালী থানার ওসি হিসাবে দায়িত্বপ্রাপ্ত হন।

২০১৯ সালের ২৩ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রী’র উপস্থিতিতে ৯৬ জন জলদস্যু, শীর্ষ অস্ত্র তৈরীর কারিগরের আত্মসমর্পণ, ১৫৫ টি অবৈধ অস্ত্র উদ্ধার, অস্ত্র তৈরীর সরঞ্জাম ও প্রচুর সংখ্যক গোলাবারুদ উদ্ধারের ব্যাপক সফলতার স্বীকৃতিস্বরূপ তাঁকে বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ আইজিপি পদক দেওয়া হয়।


আরো বিভন্ন বিভাগের নিউজ