• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৩ পূর্বাহ্ন

৫০০ নাম্বারের পরিক্ষায় ৪৯৬ পেলেন রাইয়ান

বার্তা কক্ষ / ৪৯৩ ভিউ টাইম
আপডেট : শনিবার, ১৮ মে, ২০১৯

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার শহরের ৩ নং ওয়ার্ডের নুরপাড়ায় (কুলসুম নগর) অবস্থিত উমিদিয়া জামেয়া ইসলামিয়ার (নুরানি) প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
শনিবার (১৮ মে) সকালে মাদরাসার দেওয়ালে টাঙানো ফলাফলে দেখা গেছে, প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পুরো মাদরাসার সকল শিক্ষার্থীকে টপকিয়ে ‘প্লে’ শ্রেণীতে সর্বোচ্চ নাম্বার নিয়েছে আরিয়ান তাহমিদ রাইয়ান।
মোট ৫০০ নাম্বারের পরীক্ষায় রাইয়ান পেয়েছে ৪৯৬, (সব বিষয়ে ১০০ করে পেলেও বাকি ৪ নাম্বার শিক্ষকদের হাতে রেখে দিয়েছে) যা এযাবতকালে প্লে শ্রেণীতে মাদরাসার জন্য রেকর্ড বলে শিক্ষক ও শিক্ষার্থীরা জানিয়েছে।
মেধাবী শিক্ষার্থী রাইয়ান কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন) এর বার্তা সম্পাদক, দৈনিক সাঙ্গুর কক্সবাজারস্থ নিজস্ব প্রতিবেদক ইমাম খাইর ও শাহেদা ইমাম এর একমাত্র ছেলে সন্তান।
ফলাফলের প্রতিক্রিয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাংবাদিক ইমাম খাইর বলেন, আর যাই হোক, আমার রাইয়ানের শিক্ষা জীবনের প্রথম ক্লাসের প্রথম পরীক্ষায় ফলাফলটি জীবনের জন্য মাইলফলক হিসেবে থাকবে। ভবিষ্যৎ শিক্ষা জীবনে এই ফলাফল অনুপ্রেরণা যোগাবে।
তিনি বলেন, পরীক্ষা তো দূরের কথা, রাইয়ান মাত্র কাঠপেন্সিল ধরা শিখেছে। পড়ছে ‘প্লে’ তথা খেলাধুলার শ্রেণীতে।
এই বয়সে কলিজা জুড়ানো রেজাল্ট করলো রাইয়ান।
এই ফলাফলে শিক্ষকদের দরদমাখা পাঠদান প্রশংসনীয়।
সেই সাথে রাইয়ানের মা শাহেদা ইমাম -এর সারাক্ষণ তদারকি, পরিশ্রম ছিল উল্লেখ করার মতো।
আল্লাহ আমার রাইয়ানের এই ফলাফলের ধারা অব্যাহত রাখুক।
তাকে একজন ‘জগতসেরা মনীষী’ হিসেবে গড়ে তোলার তৌফিক দিন। আমিন।


আরো বিভন্ন বিভাগের নিউজ