• রবিবার, ০৫ মে ২০২৪, ১০:১৪ পূর্বাহ্ন

কক্সবাজারে ৪র্থ আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন ২ ফেব্রুয়ারী

নিউজ রুম / ১১৯ ভিউ টাইম
আপডেট : বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
আগামী ২ ফেব্রুয়ারী (রবিবার) কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হচ্ছে ৪র্থ আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন।
আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) কক্সবাজার এর আয়োজনে এতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করবেন আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশের ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী, ইরানের ক্বারী কারীম মানসূরী, মিসরের শাইখ আদিল আল-বায, মরক্কোর শাইখ আহমাদ আল-খালদী, থাইল্যান্ডের ক্বারী মুয়ায মুস্তফা, তুরস্কের ক্বারী হুসাইন তুরকান।
কক্সবাজারের মাটিতে চতুর্থ বারের মতো কুরআনের এই আয়োজনকে সফল করতে বুধবার (২২ জানুয়ারী) বিকালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আয়োজক সংস্থার সভাপতি মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে শহরের একটি আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে সভায় ক্বেরাত সম্মেলনকে সফল করতে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
সদস্য সচিব এডভোকেট মোহাম্মদ নেজামুল হকের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন -কক্সবাজার সাহিত্য একাডেমির সভাপতি মুহম্মদ নূরুল ইসলাম, কক্সবাজার পৌরসভার কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা শামসুল হক শারেক, এডভোকেট রমিজ আহমদ, সমাজ সেবক গোলাম কিবরিয়া, আলহাজ্ব শফিউল আজম, নুরুল হক নুর, কক্সবাজার শহরের বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিন, দৈনিক নয়া দিগন্তের কক্সবাজার সংবাদদাতা গোলাম আজম খান, দৈনিক সাঙ্গুর স্টাফ রিপোর্টার ও কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন) এর বার্তা সম্পাদক ইমাম খাইর, দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ নেজাম উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক ও মানবাধিকার কর্মী এআই হাসান, তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা কক্সবাজারের অধ্যক্ষ রিয়াদ হায়দার, বার্মিজ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মুহাম্মদ মুছা, কক্সবাজার দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালের ব্যবসায়ী মোস্তাক আহমদ, কক্সবাজার স্টেডিয়ামপাড়া সমাজ কমিটির সাধারণ সম্পাদক এম ইউ বাহাদুর, ট্যুরিজম ব্যবসায়ী মুহাম্মদ তৈয়ব উল্লাহ, হাজি ওসমান গণি জুয়েলার্সের মালিক মুহাম্মদ জুনাইদ।
মতবিনিময় সভায় ব্যবসায়ী, সমাজ সেবক, আইনজীবী, সংবাদকর্মী, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
৪র্থ আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনের মিডিয়া পার্টনার কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন), দ্যা কক্সবাজার ম্যাসেজ ডটকম, কক্স ইসলামিক মিডিয়া।
পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতা করছে কক্সবাজার হজ কাফেলা, কক্সবাজার ট্যুরস এন্ড ট্রাভেলস, কক্সবাজার অনুবাদ কেন্দ্র এবং মাস্টার শওকত আলম চৌধুরী ফাউন্ডেশন।
হামদ ও নাত সন্ধ্যায় থাকছেন -জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী, সুরকার ও গীতিকার ওবায়দুল্লাহ, জনপ্রিয় কণ্ঠশিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব মুনাইম বিল্লাহ এবং চাঁদপুরের সাড়া জাগানো শিশু শিল্পী জাহিদুল্লাহ জামী।


আরো বিভন্ন বিভাগের নিউজ