• রবিবার, ০৫ মে ২০২৪, ০৫:১০ পূর্বাহ্ন

মহেশখালীতে কয়লা বিদ্যুৎ প্রকল্প পরির্দশনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

নিউজ রুম / ২১২ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০

এ.এম হোবাইব সজীব,মহেশখালীঃ

দেশের সবচেয়ে বড় প্রকল্প স্থাপিত হতে যাচ্ছে মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ প্রান্তে। উপজেলার মাতারবাড়িতে উক্ত চলমান কয়লা বিদ্যুৎ প্রকল্প পরির্দশন করেছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। গত ২৯ জানুয়ারী বুধবার দুপুরে তিনি উক্ত প্রকল্প পরির্দশন করে কাজের খোঁজ খবর নেন।

এসময় প্রকল্প এলাকায় প্রতিমন্ত্রী আগমণ করলে তাকে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানান মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার জামিরুল ইসলাম।

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ, কোল পাওয়ার জেনেরেশনের কর্মকর্তারা, মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিএম ছমি উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম আবু হায়দার ও প্রমূখ প্রমূখ।

নৌ পরিবহন প্রতি-মন্ত্রী কয়লা বিদ্যুৎ প্রকল্প এলাকা ঘুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এই প্রকল্পের মাধ্যমে সারা দেশের বিদ্যুতের চাহিদার পাশাপাশি এই এলাকার মানুষের জীবন মানের উন্নয়ন ঘটবে। প্রকল্পের পাশে দ্রুত সময়ে বন্দর নির্মানের কাজ শুরু হবে।


আরো বিভন্ন বিভাগের নিউজ