• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:০৮ অপরাহ্ন

চকরিয়ায় প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে অর্ধলক্ষাধিক কোরআন প্রেমির ঢল

নিউজ রুম / ১২২ ভিউ টাইম
আপডেট : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেক্স:

কক্সবাজার  চকরিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২০। চকরিয়া ক্বিরাত সংস্থার আয়োজনে শনিবার ১ফেব্রুয়ারি চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দেশী-বিদেশী ক্বারীদের সুরের মূর্চনায় মাতিয়ে তুলেন পুরো পৌরশহর।
প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন নিয়ে চকরিয়ার তথা পাশ্ববর্তী উপজেলার প্রান্তিক জনপদের সর্বমহলে ব্যাপক সাড়া জাগিয়েছে।

ক্বিরাত সম্মেলনে কুরআন প্রেমিক অর্ধলক্ষাধিক ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে।
সম্মেলনের আহবায়ক বিশিষ্ট ব্যাংকার আবদুস শাকুর জানান, চকরিয়ায় প্রথমবারের মতো অনুষ্টিত আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন সর্বস্তরের মানুষের মনে কল্পনাতীত সাড়া ফেলেছে। আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এমপি, বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র মো. আলমগীর চৌধুরী।
আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে সুরের মূর্চনায় উপস্থিত ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়কে আন্দোলিত করেন আন্তর্জাতিক ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী (বাংলাদেশ), ক্বারী কারীম মানসুরী (ইরান), শাইখ আদিল আল-বায (মিশর), শাইখ আহমাদ আল-খালদী (মরক্কো), ক্বারী মুয়াজ মোস্তফা (থাইল্যান্ড) ও ক্বারী হুসাইন তুরকান (তুরস্ক)। এছাড়াও দেশের আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ের মুরব্বী, তরুণ ও ক্ষুদে ক্বারীদের ব্যাপক সম্মিলন ঘটে আন্তর্জাতিক ক্বিরাত সম্মিলনে। এছাড়াও চকরিয়া,কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ ওলামায়ে ক্বেরামগন ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগন উপস্থিত ছিলেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ