• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১২:২০ অপরাহ্ন

ইয়াবা কারবারিদের নেতৃত্বের চেয়ার দিবেন না-উখিয়ায় এসপি মাসুদ

নিউজ রুম / ১০০ ভিউ টাইম
আপডেট : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০

এম.কলিম উল্লাহ, উখিয়াঃ
কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন (বিপিএমবার) টানা ২য় বারের মত “বিপিএম”প্রাপ্তি এবং অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন “আইজিপি” ব্যাচ প্রাপ্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এবিএম মাসুদ হোসেন বলেছেন, চোরের দশ দিন গৃহস্থের এক দিন। যেদিন ধরা পড়বে সে দিন আর বেচে থাকার সুযোগ থাকবেনা।
তিনি বলেন, সমাজে যারা ইয়াবা কারবারি তাদের চেয়ার দিবেন না। সমাজে তারা যেন নেতৃত্ব দিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। কমিউনিটি পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, টেকনাফে যে অবস্থা হয়েছে উখিয়াতে সেরকম কোন দৃশ্যমান ইয়াবা কারবার নেই।

শনিবার বিকাল ৪ টার দিকে উখিয়ার হিজলিয়া পালং গার্ডেন প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি নুরুল হুদা। সভায় বিশেষ অতিথির বক্তব্যে ২য় বারের মত আইজিপি ব্যাজ প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন বলেন, এ বর্ণাঢ্য আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ। যাদের কারনে উখিয়াতে এখনো ইয়াবার প্রভাব বিস্তার করতে পারেনি তিনি সাংবাদিক তোফাইল ও বাহাদুরকে উদ্দেশ্য করে বলেন, রোহিঙ্গার চিত্র চোখে পড়লে মন খারাপ হয়ে যায়।

যেমন, সন্তান হলে মন টেনশন থাকে একই ভাবে মেয়ে হলে টেনশনটা আরো বাড়ে। কারণ রোহিঙ্গারা যেভাবে আছে সেভাবে আরো কিছুদিন থাকলে স্থানীয়দের দৃশ্যমান কষ্ট ভোগ করতে হবে। তিনি অভিভাবক মহলকে ধন্যবাদ দিয়ে বলেন, ১১ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে স্থানীয় ও রোহিঙ্গারা এখনো সহ অবস্থানে বাস করছেন।
সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) নিহাদ আদনান তাইযান, উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী,জেলা কমিনিউটি পুলিশিং ফোরাাামের সভাপতি সাংবাদিিক তোফাইল আহামদ, উখিয়া থানার ওসি আবুল মনসুর,রত্নাপালং ইউপি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আদিল উদ্দিন চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার,জেলা কমিনিউটি পুলিশিং ফোরাাামে সাধাারন সম্পাদক সোহেল আহমদ বাহাদুর উপজেলা ছাত্রলীগ সভাপতি মকবুল হোসেন মিথুন, যুবলীগ সেক্রেটারী ইমাম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার বেবী, সোহেল আহমদ বাহাদু প্রমূখ।


আরো বিভন্ন বিভাগের নিউজ