• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৫২ অপরাহ্ন

ভিন্ন পথে মেধাবিদের খুঁজছে খুটাখালী গণগ্রন্থাগার-khutakhali public library

নিউজ রুম / ২২৪ ভিউ টাইম
আপডেট : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০

সংবাদ বিজ্ঞপ্তি:-

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদপ্তর ও
আলোকিত মানুষ গড়ার অন্যতম পথিকৃত বিশ্বসাহিত্য কেন্দ্রের পৃষ্ঠপোষকতায় কক্সবাজারের চকরিয়ার খুটাখালী গণগ্রন্থাগার-এর সার্বিক সহযোগীতায় খুটাখালী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মহান ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে আজ ২৮শে ফেব্রুয়ারি শুক্রবার সকাল ০৯টায় আন্তঃইউনিয়ন কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে ইউনিয়নের কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন, খুটাখালী উচ্চ বিদ্যালয় ও দিগন্ত কিডস কেয়ার স্কুলের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। কবিতা আবৃত্তির নিন্মোক্ত উপাদান গুলি অনুষ্ঠানের নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল মুরাদ তার দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন তিনি বলেন, বিষয়বস্তু (কবিতা, গল্প, গল্পাংশ, সাহিত্য মান সমৃদ্ধ চিঠি, প্রবন্ধ, নাট্যাংশ, বিখ্যাত কোন ভাষণ ইত্যাদি) প্রমিত উচ্চারণ, পাঠের গতি, স্বচ্ছতা, শ্বাসাঘাত, স্বর প্রক্ষেপণ, গড় গতি, বিরতি, ভাব, অনুভূতি, আবেগ, অণুরণন, স্বর বৈচিত্র্য, স্বর বর্ণভেদ, আবৃত্তির কবিতা, ধ্বনি, ছন্দ ও নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিফর্ম এর উপর মূল্যায়ন করে প্রথম দ্বিতীয় তৃতীয় ও বিশেষ বিবেচনায় চতুর্থ স্থান নির্ধারণ করা হবে। বিচারকের দায়িত্ব পালন করেন কবি জামাল সাকিব, হুমায়ুন কবির, রইসুল ইসলাম সুমন। উপস্থাপকের দায়িত্ব পালন করেন আবিদ আনান চৌধুরী, রেজিস্ট্রেশন বুথে দায়িত্বরত ছিলেন ইকবাল বাহার, রিমা সুলতানা, সার্বিক ও শৃঙ্খলা দায়িত্বে ছিলেন মোহাম্মদ শাহরিয়ার, আপ্যায়নের দায়িত্বে ছিলেন আহমদ হোসাইন, এহেসান উল্লাহ, ফটোগ্রাফার ও জরুরি বিভাগের দায়িত্বে ছিলেন ওবায়দুল হাকিম ও ইয়াসির মাহমুদ আরিয়ান।

অতিথিদের মধ্যে যারা উপস্থিত ছিলেন জনাব মাইন উদ্দিন পরিচালক দিগন্ত, জিয়াউল হক সহকারী প্রধান শিক্ষক খুটাখালী উচ্চ বিদ্যালয়, শিক্ষক আবু তৈয়ব, হাবিব হাসান চৌধুরী- সভাপতি চারুশিল্পী অধিকার আন্দোলন বাংলাদেশ, আকতার আহমদ, একই দিন বেলা ১২ টায় ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। ফলাফল নিম্নরূপ (ক – গ্রুপ- ৬ষ্ট – ৭ম শ্রেণী)
১ম স্থান -সামশিরা নুজহাত-কিশলয় আর্দশ শিক্ষা নিকেতন, ২য় স্থান -রোমা আকতার- খুটাখালী উচ্চ বিদ্যালয়, ৩য় স্থান-শরিফ আকবর-দিগন্ত কিডস কেয়ার স্কুল। ৪র্থ স্থান – তাওসিফ মুনতকিম ইসলাম
খুটাখালী উচ্চ বিদ্যালয়। (খ – গ্রুপ- ৮ম-৯ম শ্রেণী)
১ম স্থান- রিদুয়ানা মুশতারি – কিশলয় আর্দশ শিক্ষা নিকেতন। ২য় – স্থান- হুরে জান্নাত কলি দিগন্ত কিডস কেয়ার স্কুল। ৩য় – স্থান – সাঈদ হাসান -খুটাখালী উচ্চ বিদ্যালয়। ৪র্থ- স্থান – নাফিয়া সুলতানা নিপা, কিশলয় আর্দশ শিক্ষা নিকেতন।
পুরস্কার বিতরণ এর পরে শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আরো বিভন্ন বিভাগের নিউজ