• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:২২ পূর্বাহ্ন

রামুতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

নিউজ রুম / ২১০ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ২৮ মে, ২০১৯

মাসেদুল হক আরমান:
কক্সবাজারের রামু উপজেলার চৌমুহনী বাস ষ্টেশনে বিভিন্ন কাপড়ের দোকান, মুদির দোকান, ফলের দোকান ও রেস্টুরেন্ট,যানজড় নিরসনে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭ হাজার ৭শত টাকা জরিমানা আদায় করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা। মঙ্গলবার বিকালে মোবাইল কোর্ট পরিচালনা শেষে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা জানান, পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে রামু চৌমুহনীতে যানজট মুক্তভাবে জনসাধারণ চলাচল, ভেজাল সেমাই, ফুডস দোকান, মুদির দোকানদারসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে খাদ্য ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা ও সতর্ক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। এসময় স্যানিটারি ইন্সপেক্টর মাহতাব উদ্দিনসহ সাংবাদিক, পুলিশ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে নবাগত ইউএনও বাজারের এ ধরণের অভিযানকে সর্বসাধারণ সাধুবাদ জানান।


আরো বিভন্ন বিভাগের নিউজ