• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:০২ অপরাহ্ন

ইসলামপুরে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত

নিউজ রুম / ১৩০ ভিউ টাইম
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২০

নিউজ ডেক্স:

কক্সবাজার সদরের ইসলামপুরে বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছে।

৯ মার্চ (সোমবার) সকাল ৯ টার দিকে লাশটি উদ্ধার করে স্বজনরা।

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি বন বিটের হেডম্যান ও ৫ নং ওয়ার্ড মেম্বার আব্দু শুক্কুর জানান, ইসলামপুর ইউনিয়নের বাঁশকাটার মৃত কবির আহমদের ছেলে,বর্তমান জুম নগরের বাসিন্দা বৃদ্ধ রমজান আলী তার মালিকানাধীন বন সংলগ্ন ধান ক্ষেত পাহারা দিতে যায় গত রবিবার সন্ধ্যায়। রাত এবং পরদিন সকালেও ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা খুঁজতে যায়। একপর্যায়ে স্বজনরা ফুলছড়ি বন বিটের অধীন নীলামনি নামক বন এলাকা থেকে পড়ে থাকাবস্থায় বৃদ্ধ কৃষকের লাশটি উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।

স্থানীয় বনবিটকে অবগত করলে বিট কর্মকর্তা মোঃ আকরাম আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান।

নিহত কৃষক ৬ সন্তানের জনক বলে জানিয়েছে নিহতের পরিবার। ঈদগাঁহ পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরীর করে আইনি প্রক্রিয়া শেষ করছেন বলে জানিয়েছেন ঈদগাঁহ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা মো. আসাদুজ্জামান।


আরো বিভন্ন বিভাগের নিউজ