• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন

খুটাখালীতে হাত বিচ্ছিন্ন কয়লা শ্রমিকের লাশ উদ্ধার

নিউজ রুম / ৯০ ভিউ টাইম
আপডেট : শুক্রবার, ২৭ মার্চ, ২০২০

নিউজ ডেক্স:বনকর্মীদের গুলাগুলিতে গত বুধবার থেকে নিখোঁজ কয়লা শ্রমিক হোছন (৪০) এর হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার ২৭ মার্চ সকালে কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধিন ফুলছড়ি বনবিটের বইশ্যাঝিরি নামক এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। মোঃ হোছন চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পুর্বপাড়া লম্বাতলী গ্রামের মৃত মুসা আলীর পুত্র। পেশায় তিনি কয়লা শ্রমিক ও ৪ সন্তানের জনক। গত বুধবার কয়লা পুড়াতে গিয়ে তিনি নিখোঁজ হন। নিখোঁজের তিনদিন পর হাত বিচ্ছিন্ন অবস্থায় তার লাশ পাওয়া গেছে। স্থানীয়রা জানিয়েছেন, গত বুধবার ফুলছড়ি বনবিভাগের গুলাগুলিতে হোছন নিখোঁজ হন। পরদিন বৃহষ্পতিবার খোঁজাখুজির একপর্যায়ে রক্ত মাখা তার পায়ের সেন্ডেল পাওয়া যায়। এসময় স্থানীয় দুজন ভিলেজারকে ব্যাপক জিঙ্গাসাবাদ করেন স্থানীয়রা।তারা বিষয়টি প্রথমে স্বীকার না করলেও পরে অকপটে বলেন বনবিভাগের গুলাগুলিতে হোছন নিখোঁজ হন। তাদের স্বীকারোক্তিমতে গহীন বনে ব্যাপক তল্লাশী চালায় স্থানীয়রা। তারই ধারাবাহিকতায় শুক্রবার সকালে ফুলছড়ি বনবিটের বইশ্যাঝিরিতে হোছনের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খুটাখালী ইউপি’র ৬ নং ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন,চকরিয়া থানা পুলিশকে খবর দেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলের পথে রওয়ানা দিয়েছেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ