• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:১৬ অপরাহ্ন

ঈদগড় ইসলামী সমাজকল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ঈদ পূণর্মিলনী’১৯ সম্পন্ন

নিউজ রুম / ৪৭১ ভিউ টাইম
আপডেট : শুক্রবার, ৭ জুন, ২০১৯

মাসেদুল হক আরমান:
কক্সবাজার রামু উপজেলার ঈদগড়ে বৃহত্তর ঈদগড় ইসলামী সমাজকল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ঈদ পূর্ণমিলনী’১৯ সম্পন্ন।
(৭ জুন শুক্রবার দুপুর ২ টায়) ঈদগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে মাওলানা ছৈয়দুল হকের সঞ্চালনায়, মোঃ সাজোয়ার কামালের পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে
সভাপতিত্বে করেন – ঈদগড়ের সাবেক চেয়ারম্যান ও আওয়ামিলীগ সভাপতি এবি,এম নুরুল ইসলাম বাঙ্গালী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও রামু উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব শামশুল আলম মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ঈদগড় ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক হাজ্বী নুরুল আলম, ঈদগড় বি এন পির সহঃ সভাপতি নুরুল আজিম মাইজ্জ্য, কক্সবাজার সরকারী কলেজের সাবেক ভিপি, বীর মুক্তিযোদ্ধা
ডাঃ সিরাজুল হক রেজা, ঈদগড় বদর মোকাম জামেয়া ফেরদৌসীয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্টাতা এম নুরুল আলম ফেরদৌসী, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্টাতা সদস্য মোঃ আলী, ঈদগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাফর আলম জুয়েল।
যুবলীগ সভাপতি মনিরুল ইসলাম মনির, বিশিষ্ট সমাজ সেবক বনি আমিন, ঈদগড় মেডিকেল সেন্টারের পরিচালক মোঃ রুমেল, ঈদগড় ইউনিয়ন পরিষদের সদস্য
মোঃ শাহজাহান, মাষ্টার মোঃ হোছাইন,
মোঃ হোসেন টুনু, মনিরুজ্জামান, বদরুউদ্দীন, আবুল কালাম, ছাত্রনেতা মোঃ আব্দু রহমান।

প্রধান অতিথির বক্তব্যে বলেন – ঈদগড় ইসলামী সমাজ কল্যাণ পরিষদের এই বিশাল ঈদ পূণর্মিলনীতে আসতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। তিনি আরো বলেন- এই সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে
ইসলাম প্রচারের জন্য দলমত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে সবাইকে এগিয়ে আসতে হবে এবং সার্বিক সহযোগিতা করতে হবে।

এতে আরো বক্তব্য রাখেন- ঈদগাঁও মমতাজুল উলুম মাদ্রাসার আরবী (প্রভাষক) মাওলানা ইউনুস বিন নজির, এডভোকেট একরাম হোসাইন সাদ্দাম, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র মোঃ মহিউদ্দিন।

সর্বশেষ বক্তব্য রাখেন- ঈদগড় ইসলামী সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা ও আহবায়ক আলহাজ্ব দিদারুল ইসলাম দিদার।
তার বক্তব্যে বলেন – ঈদগড় ইসলামী সমাজ কল্যাণ পরিষদই
ঈদগড়ে সর্বপ্রথম সর্ববৃহৎ বিশাল তাফসিরুল কোরআন মাহফিল করেন। এবং এই সংগঠন ঈদগড়ে বিভিন্ন সামাজিকমূলক কাজের অংশীদার হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। পরিশেষে আমাদের সংগঠনের প্রতিবছর যে তাফসিরুল কোরআন মাহফিল হয়। সেখানে দলমত নির্বিশেষে এলাকার সর্বস্তরের জনসাধারণ ও বিদেশে অবস্থানরত সম্মানিত প্রবাসীদের সার্বিক সহযোগিতা কামনা করছি এবং সকলের দোয়া চাই আগামীবছর যেন এই তাফসিরুল কোরআন মাহফিল সফলভাবে সম্পন্ন করতে পারি। আজকে যারা এই ঈদ পূণর্মিলনীতে উপস্থিতি হয়ে আমাদেরকে ধন্য করেছেন আমি সবার সু স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। এসময় এতে আরো উপস্থিত ছিলেন – ঈদগড়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজপড়ুয়া ছাত্রবৃন্দ।


আরো বিভন্ন বিভাগের নিউজ