• শুক্রবার, ১০ মে ২০২৪, ০৫:৪৪ অপরাহ্ন

চকরিয়া পৌরসভায় ইফতার সামগ্রী বিতরণ করলেন বিশিষ্ট সমাজসেবক হানিফ ইসলাম # সি কক্স নিউজ

নিউজ রুম / ১৭ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

সাঈদী আকবর ফয়সাল,চকরিয়াঃ

মহামারী করোনা ভাইরাস সংক্রমণের কারণে সারা দেশের ন্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলায় অঘোষিত ভাবে চলছে লকডাউন। খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের কাজকর্ম সম্পূর্ণ ভাবে বন্ধ রয়েছে। সরকারের ঘোষিত আদেশ মেনে ঘরে বসে গৃহবন্দী হয়ে সময় কাটাচ্ছেন তারা। দোকানপাট বন্ধের পাশাপাশি বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থাও। যার কারণে দরিদ্র ও অসহায় মানুষগুলো পড়েছে চরম আর্থিক সংকটে।

এ দুর্যোগ অবস্থায় নিম্নবিত্ত, মধ্যবিত্ত, কর্মহীন অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন কক্সবাজারের চকরিয়া উপজেলাধীন পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা কক্সবাজার জেলা যুবলীগের সদস্য ও কক্সবাজার সিকুইন মাকের্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক হানিফ ইসলাম।

২৯ এপ্রিল (বুধবার) সমাজসেবক ও রাজনীতিবিদ হানিফ ইসলামের ব্যক্তিগত খাদ্য সামগ্রী ও ইফতার সামগ্রী প্যাকেজ কর্মসূচির ৫ম পর্যায়ের শুভ উদ্বোধন করেছেন, চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।

উদ্বোধনকালে তিনি বলেন, করোনা বৈশ্বিক মহামারিতে সমগ্র মানব জীবন বিপর্যস্ত। এই অবস্থায় হানিফ ইসলামের গরিব-দুঃখিদের পাশে দাঁড়ানোর প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই৷ সমাজের সকল বৃত্তবানদের উচিত গরিব-দুঃখীদের পাশে দাড়ানো৷

ইফতার সামগ্রী বিতরণ উদ্বোধনে উপস্থিত ছিলেন, সাবেক কাপ্তাই উপজেলা সাবেক চেয়ারম্যান সৈয়দ সাহাবউদ্দিন মাহমুদ, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলাউদ্দিন আজাদ। বিশিষ্ট সমাজসেবক হানিফ ইসলাম নিজ এলাকায় ২০০ পরিবারের মাঝে নিজ উদ্যেগে ইফতার সামগ্রী বিতরণ করেছেন।

তিনি বলেন, করোনা মহামারীর কারণে দিনমজুর, কর্মহীন পরিবার খুব সমস্যার মধ্যে দিনযাপন করছে তাই করোনার মহামারীর সময়ে পৌরসভার ৩নং ওয়ার্ডের নাগরিকদের মাঝে ইতিমধ্যে ২০০০ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ শেষ করেছি এবং ৫ম পর্যায়ে ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে এলাকার মানুষের পাশে থাকতে পেরে আনন্দ অনুভব করছি।

খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি আরো বলেন, করোনা ভাইরাসের সংক্রমণের প্রভাবে সাধারণ মানুষ বিশেষ করে শ্রমজীবি পরিবার গুলো বেশি দুর্ভোগে আছে। সামাজিক দায়বদ্ধতা থেকে জাতীয় দুর্যোগ মুহুর্তে মানবিক সহায়তা হিসেবে এবং ৩নং ওয়ার্ডের কর্মহীন, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সকল শ্রেনীর মানুষের পাশে এসে দাঁড়িয়েছি এবং আগামীতেও তাদের পাশে থাকার চেষ্ঠা অব্যাহত থাকবে। দুর্যোগ মুহুর্তে যার যার অবস্থান থেকে জাতীয় এ মহামারীর প্রাদুর্ভাবে নিম্নবিত্ত মানুষের পাশে দাঁড়ানোটা এখন বিত্তবানসহ সকলের নৈতিক দায়িত্ব।


আরো বিভন্ন বিভাগের নিউজ