• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:২৪ পূর্বাহ্ন

চকরিয়ায় স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিল ডুলহাজারা ছাত্রলীগ | সি কক্স নিউজ

নিউজ রুম / ১৫ ভিউ টাইম
আপডেট : শনিবার, ২ মে, ২০২০
"বই খাতা রেখে ঘরে--ছাত্রলীগ আজ কাস্তে হাতে--কৃষকের তরে"

মোঃ নাজমুল সাঈদ সোহেল,চকরিয়া:

শিক্ষা,শান্তি,প্রগতির ধারক বাহক বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজারের চকরিয়া উপজেলার আওতাধীন ডুলহাজারা ইউনিয়ন শাখার উদ্যোগে কৃষকের পাকা ধান কেটে দিল ছাত্রলীগ। আজ শনিবার এক কৃষকের ৪০শতক জমির ধান কেটে ঘরে তুলে দেন ডুলাহাজারা ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।

চকরিয়া উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, ইতিবাচক কাজের স্বপ্নদ্রষ্টা, আকিত হোসেন সজীব এর নির্দেশনায় ডুলাহাজারা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনাছের নেতৃত্বে, ২০ জন সহযুদ্ধাকে সাথে নিয়ে স্বেচ্ছাসেবী কাজে অংশগ্রহণ করেন।

ডুলাহাজারা ইউনিয়নের মগছড়াজুম এলাকায় কৃষক শাহাব উদ্দিন কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। করোনার কারণে শ্রমিক পাচ্ছিলেন না তিনি। খবর পেয়ে ডুলাহাজারা ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা বিনা পারিশ্রমিকে ধান কেটে দেন।

ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনাছ বলেন, কৃষক বাচঁলে বাচঁবে দেশ, রিয়াজ উদ্দিন বাপ্পির মাধ্যমে আমরা জানতে পারি কৃষক শাহাব উদ্দিন করোনার কারণে পাকা ধান কাটতে পারছেন না। খবর পেয়ে আমরা ছাত্রলীগের ২০ জন নেতাকর্মী স্বেচ্ছাসেবী হিসেবে সারাদিন কাজ করে ৪০ শতক জমির ধান কেটে দিয়েছি।

তিনি আরো জানান, খোলা মাঠে সূর্যালোকে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে কৃষি কাজ করা শরীরের জন্যও ভাল। এসময় উপস্থিত ছিলেন ডুলাহাজারা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি তানবীর হাসান ফাহিম, সাংগঠনিক সম্পাদক জিয়াবুল হাসান, ইউনিয়ন ছাত্রলীগ নেতা আরফান সাকিবসহ অসংখ্য নেতৃবৃন্দ।

এ প্রসঙ্গে চকরিয়া উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আকিত হোসেন এ প্রতিবেদককে জানান, স্বাধীন বাংলাদেশ গড়াসহ দেশের যেকোন ক্রান্তিলগ্নে ছাত্রলীগ বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে সারা দেশের ন্যায় ইতিপূর্বে চকরিয়া উপজেলা ছাত্রলীগ দরিদ্র কৃষকের ধান কেটে কৃষকের বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়ার কার্যক্রমের সূচনা করে।পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন শাখার ছাত্রলীগের নেতা কর্মীরা স্বঃতস্ফুর্তভাবে ধান কাটায় অংশ গ্রহণ করেছেন। তৎমধ্যে লক্ষ্যারচর, হারবাং, কাকারা, ফাঁসিয়াখালী, ইউনিয়ন ছাত্রলীগের কার্যক্রম চোখে পড়ার মত।

তাছাড়াও অন্যান্য কোনো কৃষক যদি এমন সমস্যার মুখোমুখি হন তাদেরকেও সহযোগিতা করার জন্য সর্বদাই আমরা প্রস্তুত রয়েছি। এছাড়াও জাতির এ ক্রান্তিলগ্নে মহামারি করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে চকরিয়া উপজেলা ছাত্রলীগ পরিবার, দরিদ্র ও দিনমজুরদের মাঝে খাদ্যসামগ্রী, হ্যান্ড স্যানিটাইজার ও সচেতনতামূলক লিফলেট বিতরণের মাধ্যমে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে কাজ করছেন বলে জানান ছাত্রসমাজের তারুণ্য প্রতীক ছাত্রনেতা আকিত।


আরো বিভন্ন বিভাগের নিউজ