• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০১:৪৪ অপরাহ্ন

৩ শ’ পথশিশু ও এতিমদের মাঝে ” হাবিল বাজার ডটকম” এর খাবার বিতরণ

নিউজ রুম / ১৬ ভিউ টাইম
আপডেট : শনিবার, ৯ মে, ২০২০

সি কক্স নিউজ,

কক্সবাজার শহরের প্রায় ৩ শত পথশিশু ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে “হাবিল বাজার ডটকম” নামে একটি উদ্যোগ।

শুক্রবার কবিতাচত্বর ও সী-প্যালেস সংলগ্ন এলাকায় বসবাসকারী পথশিশু ও এতিমের মাঝে এসব খাবার বিতরণ করা হয়। পাশাপাশি এ সময় ৩০ টি পরিবারের মাঝে রমজানের উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

উদ্যোক্তারা জানিয়েছেন, “হাবিল বাজার ডটকম” জেলার প্রথম ডিজিটাল পণ্য ক্রয়-বিক্রয় ও ই-কুরিয়ার সার্ভিস প্রদানকারী প্লাটফর্ম। একঝাঁক তরুণ উদ্যোক্তা নিয়ে তাদের পথচলা। তারা সিদ্ধান্ত নিয়েছেন, ব্যবসার একটি লভ্যাংশ আমরা পথশিশু ও এতিম শিশুদের জন্য ব্যয় করবেন।

সকলের সহযোগিতা ও ভালোবাসা পেলে এ সেবামূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখার কথা জানান তারা।

এই কর্মসূচীতে রান্না ও পরিবেশনায় সার্বিক সহযোগিতা করেন “হামজা ক্যাটারিং”- এর সত্বাধিকারী ইসমত জাহান জেরিন। “হামজা ক্যাটারিং” এর সহযোগিতায় ছিলেন “স্বপ্নীল ফ্যাশন হাউস”- এর সত্বাধিকারী রুবিনা আজাদ।

উদ্যোক্তারা আরও জানান, তরুণ উদ্যোক্তাদের নিয়ে একই প্লাটফর্মে কাজ করার ইচ্ছা তাদের। ইতিমধ্যে অনেক নারী উদ্যোক্তাদের সাথে নিয়ে কাজ শুরু করেছেন এবং বেশ সাড়াও মিলছে।


আরো বিভন্ন বিভাগের নিউজ