• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন

কক্সবাজারে ৩ রোহিঙ্গাসহ ২১ জনের করোনা শনাক্ত l Channel Cox News

নিউজ রুম / ১২ ভিউ টাইম
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২০

ইমাম খাইর, কক্সবাজার
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৩ রোহিঙ্গাসহ ২১ জনের করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার (১৫মে) ১৮৪ জনের স্যাম্পল টেস্টের মধ্যে তাদের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে।

এছাড়া রামু’র ২ জন পুরাতন করোনা রোগীর ফলোআপ রিপোর্ট ‘পজেটিভ’ হয়েছে।

বাকী ১৬১ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডাঃ মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৫ মে) ‘পজেটিভ’ শনাক্ত হওয়া ২১ জনের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১ জন, চকরিয়া উপজেলায় ১৫ জন, পেকুয়া উপজেলায় ১ জন, কুতুবদিয়ায় ১ জন এবং রোহিঙ্গা শরনার্থী ৩ জন।

এ নিয়ে কক্সবাজার জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ১৫২ জন।

সেখানে চকরিয়া উপজেলায় ৫২ জন, কক্সবাজার সদর উপজেলায় ৩৬ জন, পেকুয়া উপজেলায় ২১ জন, মহেশখালী উপজেলায় ১২ জন, উখিয়া উপজেলায় ১৪ জন, টেকনাফ উপজেলায় ৭ জন, রামু উপজেলায় ৪ জন, কুতুবদিয়া উপজেলায় ১ জন এবং রোহিঙ্গা শরনার্থী ৪ জন। কুতুবদিয়া উপজেলায় আজই প্রথম ১ জন করোনা ভাইরাস জীবাণু শনাক্ত করা হলো।

কক্সবাজারে করোনা শনাক্ত একজন মারা গেছেন। তিনি রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের পূর্ব কাউয়ার খোপ গ্রামের মোহাম্মদ আবদুল্লাহর স্ত্রী।

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন করোনা রোগী।


আরো বিভন্ন বিভাগের নিউজ