• সোমবার, ০৬ মে ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পে ঠিকাদারী প্রতিষ্টানের পক্ষে কর্মহীন ২হাঃ মানুষের মাঝে ত্রাণ বিতরণ | সি কক্স নিউজ

নিউজ রুম / ৬৩ ভিউ টাইম
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২০

ইয়াছিন আরাফাত,মহেশখালী:

মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের বাস্তবায়নকারী ঠিকাদার/উপ-ঠিকাদার প্রতিষ্ঠান সমূহের বিশেষ উদ্যোগে মাতারবাড়ী ইউনিয়নের হত-দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ত্রান বিতরন কার্যক্রম পরিচালিত করা হয়েছে।

ত্রান প্রদানকারী বৈদেশিক প্রতিষ্ঠান গুলো হচ্ছে সুমিতমো কর্পোরেশন, পেন্টা ওশেন কর্পোরেশন, আই এইচ আই, তোশিবা, পোস্কো ইঞ্জিনিয়ারিং কস্নট্রাকশন চলমান ও ক্রমবর্ধমান মহামারি পরিস্থিতিতে প্রতিষ্ঠান সমূহ কয়েকটি ধাপে ত্রান বিতরন করার সিদ্ধান্ত গ্রহন করেছে। সেই লক্ষ্যে শুক্রবার ১৫ই মে দুপুরে প্রথম ধাপে, ঠিকাদার প্রতিষ্ঠান গুলোর পক্ষ হতে সুমিতমো কর্পোরেশনের প্রকল্প পরিচালক মিঃ ইসাও নাকামুরা (জাপান), আলহাজ্ব আশেক উল্লাহ রফিক ও স্থানিয় চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ এর নিকট ২০ মেট্রিক টন চাল হস্তান্তর করেন। হস্তান্তরের পর উক্ত ত্রান সমূহ মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এবং মাতারবাড়ী হাইস্কুল মাঠে নিয়ে গিয়ে বিতরণ করা হয়েছে।

চলমান করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্বের কথা বিবেচনা রেখে এই ত্রান হস্তান্তর/বিতরন কর্মসূচী খুবই সাদাসিধে ভাবে আয়োজন করা হয়েছে। যেখানে সংসদ সদস্য ব্যতীত উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামিরুল ইসলাম, ওসি প্রভাষ চন্দ্র ধর, স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আবু হায়দার ও সাংগঠনিক সম্পাদক নবীর হোসেন ভূট্টো, এস এম আবু হায়দার ও সাংগঠনিক সম্পাদক নবীর হোসেন ভূট্টো, মেম্বার এবং স্থানীয় ২/৩ জন জ্যােষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত ঠিকাদারী প্রতিষ্টান গুলি থেকে প্রাপ্ত ত্রাণ সামগ্রী মাতারবাড়ীর কর্মহীনদের মাঝে বিতরণ কালে আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি বলেন, আপনারা কোন দুর্যোগকে ভয় পাবেন না, সতর্কতার সাথে ধর্য্যধরে দুর্যোগ মোকাবেলা হরতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারী জনবান্ধব সরকার। দেশে প্রচুর খাদ্য মজুদ রয়েছে, এবং খাদ্য ছাড়াও নগদ টাকা অসহায়দের মাঝে বিতরণ শুরু করেছে সরকার। সরকারের পাশাপাশি বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্টান, সমাজের বৃত্তবানরা এগিয়ে এসেছে। করোনা মহামারি শুরু হওয়ার দিন থেকে মহেশখালী-কুতুবদিয়ার প্রত্যন্ত অঞ্চলের কর্মহীনদের বাড়ী বাড়ী গিয়ে সরকারী খাদ্য সহায়তা বিতরণ তদারকির মাধ্যমে কার্যক্রম অব্যাহত রাখেন এমপি।

Channel Cox News.


আরো বিভন্ন বিভাগের নিউজ