• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ন

কক্সবাজার মেডিকেলের ল্যাবে ৪ রোহিঙ্গাসহ আরো ৩৪ জনের করোনা শনাক্ত l Channel Cox News

নিউজ রুম / ১০ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২০

ইমাম খাইর, কক্সবাজার
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৪ রোহিঙ্গাসহ আরো ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) ১৭৮ জনের স্যাম্পল টেস্টের মধ্যে তাদের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে।

সেখানে -চকরিয়া উপজেলায় ১৭ জন, কক্সবাজার সদর উপজেলায় ৫জন, পেকুয়া উপজেলায় ২ জন, উখিয়া উপজেলায় ৩জন, টেকনাফ উপজেলায় ১জন, রামু উপজেলায় ১জন, রোহিঙ্গা শরনার্থী ৪জন এবং বান্দরবানে ১জন ।

এছাড়া চকরিয়া উপজেলায় ৭জন এবং চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ১জন পুরাতন করোনা রোগীর ফলোআপ রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডাঃ মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।

এনিয়ে কক্সবাজার জেলায় মঙ্গলবার ১৯মে পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ২৩৫ জন।

এরমধ্যে চকরিয়া উপজেলায় ৭৭ জন, কক্সবাজার সদর উপজেলায় ৬২ জন, পেকুয়া উপজেলায় ২৬ জন, মহেশখালী উপজেলায় ১৩ জন, উখিয়া উপজেলায় ৩১ জন, টেকনাফ উপজেলায় ৯জন, রামু উপজেলায় ১ জন, কুতুবদিয়া উপজেলায় ২ জন এবং রোহিঙ্গা শরনার্থী ১০জন। আজ মঙ্গলবার রামুতে সনাক্ত হওয়া তিনি র‍্যাব এর সদস্য।

এ পর্যন্ত একজন রোগী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এবং ৫৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ