• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:৪০ অপরাহ্ন

ঈদগাঁও বাসষ্টেশনে যানজট হওয়ার মূল কারণ তিন চাকার ইজিবাইক, অভিযোগ বিভিন্ন শ্রেণীর মানুষ।

নিউজ রুম / ২৫৭ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯

নিজস্ব নিউজ : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঈদগাঁও বাসষ্টেশনে সব সময় জ্যাম লেগে থাকে, এই জ্যামের ব্যাপারে অনেক পত্রিকায়, অনেক সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের অতীতে লেখা হয়েছে, প্রশাসন অনেক চেষ্টার পরেও এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারছেনা। স্থানীয় লোকজন বলেন মূলত জ্যাম সৃষ্টি হয়, বৃহত্তর ঈদগাঁও বাই রোড এর ইজি বাইক গুলো স্টেশন আসলে জ্যাম সৃষ্টি হয়। স্থানীয় দোকানদার বলেন ডিসি রোড জ্যাম হওয়ার মূল কারণ মালবাহী ট্রাক গাড়ি গুলো, দিনের বেলায় রোডে দাঁড়িয়ে মাল আনলোড করে যার কারণে দুই সাইডে ব্লক হয়ে যায়, ছোট গাড়ি গুলো চলতে পারে না। ফলে ডিসি রোড জ্যাম লেগে থাকে সারাক্ষণ, এই প্রতিরোধ করতে সমস্ত মালবাহী গাড়ি গুলো রাত ১০টার পর মালা-মাল আনলোড করলে দিনের বেলায় জ্যাম হবে না, এমনটা আশা বাদী স্থানীয় জনগন ও ব্যাবসায়ী বৃন্দ, আরো কিছু অভিযোগ পাওয়া যায় ঈদগাঁও বাস স্টেশন মেইর রোডে কিছু টিকেট কাউন্টার রয়েছে তারা টিকিটের মানুষ গুলো গাড়িতে তুলতে গিয়ে বড় গাড়ি গুলো দাঁড়িয়ে থাকলে আরো জ্যাম সৃষ্টি হয়। স্থানীয় লোকজন জানান টিকেট কাউন্টার গুলি কোন এক সাইটে নিয়ে গেলে জ্যাম কম হবে, আর বাই রোড এর ইজি বাইক গুলো ঈদগাহ বাসস্টেশনে প্রবেশ না করলে আরও জ্যাম কমবে, স্টেশনে ফুটপাতের দোকান গুলো তুলে দিলে আর জ্যাম থাকবে না, এমনটা কথা বলেন স্থানীয় জনগন, কোম্পানি ও ড্রাইভারগন।


আরো বিভন্ন বিভাগের নিউজ