• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:৪১ অপরাহ্ন

ঈদগড়ে সামাজিক বনায়নের কাঠ কেটে নেওয়ার অভিযোগ

নিউজ রুম / ১৭৬ ভিউ টাইম
আপডেট : বুধবার, ১৯ জুন, ২০১৯

মাসেদুল হক আরমান:
কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগড় রেঞ্জের তুলাতলী বিটের মারি ঘোনা এলাকা হতে সামাজিক বনায়নের গাছ কেটে নেওয়ার অভিযোগ করেন রেনুরকুল এলাকার উপকারভোগী সুলতান আহমদ। তিনি আরো জানান,বেশ কিছু দিন ধরে গাছ গুলো কেটে নিয়ে গেলেও তুলাতলী বিট কর্মকর্তা ও অন্যান্য উপকারভোগীদের কোন খবর নেই। পাশাপাশি গাছ গুলো দিন দিন উজাড় হতে চলেছে। স্থানীয় বিট কর্মকর্তার এ বিষয়ে কোন মাথা ব্যাথা নেই। অপর দিকে উক্ত এলাকায় বনাঞ্চলে গণহারে বসতবাড়ি গড়ে উটছে। যা মারাত্বক হুমকির মুখে পড়ছে বনাঞ্চল। অভিযোগ রয়েছে, বনাঞ্চলে গড়ে উঠা বসত বাড়ির লোকজন চুরিকরে ও প্রকাশ্যে গাছ গুলো কেটে নিয়ে যাচ্ছে। যা সম্প্র্রতি এ প্রতিবেদক সরজমিনে পরিদর্শন করেন। শুধু তা নয় উক্ত বিটে এছাড়াও আরো নানা অনিয়ম চলছে। বাইশারী দিয়ে ঈদগড়ে আসা গাছের গাড়ি থেকেও নিয়মিত টাকা উত্তোলন করছেন উক্ত বিটের ওয়াছার কালো। অপর দিকে দিনের পর দিন গড়ে উঠছে মাছ চাষের প্রজেক্ট । বিট কর্মকর্তাসহ সবাই ভাগ ভাটোয়ারা করে নেয় মাছ এমন অভিযোগও করেন এলাকাবাসী। বিট কর্মকর্তার নাম্বারে
যোগাযোগ সম্ভব না হওয়ায় ওনার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে সচেতন মহল ঈদগড় রেঞ্জ কর্মকর্তাসহ বিভাগীয় বন কর্মকর্তার জরুরী হস্তক্ষেপ কামনা করছেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ