• রবিবার, ০৫ মে ২০২৪, ০৪:৪২ পূর্বাহ্ন

বরিশালে সাংবাদিকের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের মামলা: বিএমএসএফ’র প্রতিবাদ

নিউজ রুম / ১১৭ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০

প্রেস বিজ্ঞপ্তি:

ঢাকা ৪ ফেব্রূয়ারি ২০২০: বরিশালের সাংবাদিক আসাদুজ্জামানের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রতিবাদ জানিয়েছে বিএমএসএফ।

এক বিবৃতিতে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনকে পুঁজি করে একশ্রেনীর লোক মামলা দিয়ে হয়রাণী করে চলছে।

বিএমএসএফ’র পক্ষ থেকে বলা হচ্ছে, তথ্যপ্রযুক্তি আইনটি সাংবাদিকদের ক্ষেত্রে কার্যকর না করার জন্য। কারন এই ধারার যাতাকলে পড়ে দেশের বিভিন্ন জেলায় অসংখ্য সাংবাদিক আজ বিপর্যস্ত। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এ আইনের দ্বারা সাংবাদিকদের হয়রাণী করা হবেনা। কিন্তু আইনটিতে বেশিরভাগ সাংবাদিকরাই ক্ষতিগ্রস্থ হচ্ছে।

এদিকে ঢাকা সিটি নির্বাচনে হামলার শিকার ৬ সাংবাদিকদের সরকারী খরচে চিকিৎসা, নিরাপত্তাসহ হামলাকারীদের দ্রূত গ্রেফতারের দাবি করা হয়েছে।


আরো বিভন্ন বিভাগের নিউজ