• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:১৬ পূর্বাহ্ন

ইউএনও’র ওপর হামলার ঘটনায় আটক ১২, ছেড়ে দেয়া হয়েছে ৮ জনকে | ChannelCox.com

নিউজ রুম / ১৭ ভিউ টাইম
আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

চ্যানেল কক্স ডটকম ডেস্ক:

দিনাজপুরের ঘোড়াঘাটে ইউএনও’র ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত ১২ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে তিনজনকে গ্রেফতার ও আট জনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়েছে। নতুন করে আটক একজনকে জিজ্ঞাসাবাদ চলছে।

গ্রেফতার হওয়া তিনজনকে দিনাজপুর গোয়েন্দা পুলিশ (ডিবি) ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন।

গ্রেফতারকৃতরা হলেন, মো. আসাদুল ইসলাম (৪০), নবিরুল ইসলাম (৩৮) ও সান্টু কুমার বিশ্বাস (৪২)। এদের সবাইকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে ডিবি পুলিশ।

জিজ্ঞাসাবাদের পর ছাড়া পাওয়া ব্যক্তিরা হলেন, যুবলীগের বহিষ্কৃত আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ৩নং সিংড়া ইউনিয়নের যুবলীগ সভাপতি মাসুদ রানা ও নৈশ প্রহরী পলাশকে রংপুর র্যাব কার্যালয় থেকে ছেড়ে দেয়া হয়।

এছাড়া বাকি ৫ জন হলেন, ইয়াছিন আরশোলা হেমব্রেম, আসাদুলের বড় ভাই আশরাফুল ইসলাম শাওন, ইউএনও’র মালি সুলতান হোসেন, সহকারী কমিশনারের (ভূমি) ড্রাইভার ইয়াছিন আলীকে ছেড়ে দেয়া হয়েছে। নতুন করে আটক হওয়া মইনুল মাস্টারকে জিজ্ঞাবাদ চলছে। মইনুল মাস্টার পালশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

ঘোড়াঘাট থানা পুলিশের ওসি আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Channel Cox News.


আরো বিভন্ন বিভাগের নিউজ