• শনিবার, ০৪ মে ২০২৪, ০১:৪৭ পূর্বাহ্ন

জেদ্দায় লোহাগাড়া প্রবাসী সমিতি কর্তৃক ডঃ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী (এমপি) সংবর্ধিত

নিউজ রুম / ২৩ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি-

পবিত্র ওমরাহ পালনে আসা চট্টগ্রাম-১৫, (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম-চেয়ারম্যান, বাংলাদেশ ইসলামিক ফাউণ্ডেশনের গর্ভনর প্রফেসর ডঃ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি’কে সংবর্ধনা দিয়েছেন লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদি আরব।

জেদ্দা নগরীর একটি হোটেলের হল রুমে লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদি আরব সভাপতি মুহাম্মদ কুতুব উদ্দিনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক তারেক আজিজ চৌধুরী সঞ্চলনায় শুরুতে কোরাআন তেলওয়াত করেন সমিতির সদস্য মুহাম্মদ ওবায়দুল্লাহ চৌধুরী

এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় সংসদ ও সংবর্ধিত অতিথি প্রফেসর আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।

সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের অতীত ও চলমান বিভিন্ন বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন লোহাগড়া প্রবাসী সমিতি-সৌদি আরব সাধারণ সম্পাদক সাংবাদিক খলিল চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাশেদুর রহমান চৌধুরী, লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদি আরব উপদেষ্টা সদস্য আবদুস সালাম কোম্পানি, উপদেষ্টা সদস্য মোসলেহ উদ্দিন মোসলেম, উপদেষ্টা সদস্য শাহেদ রেজা চৌধুরী, রিয়াদ প্রবাসী মুহাম্মদ মহিউদ্দিন, মক্কা প্রবাসী বাহার উদ্দিন বাহার।

বক্তব্য রাখেন লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদি আরব সিনিয়র সহ-সভাপতি এনামুল হক এনাম, সহ-সভাপতি মুহাম্মদ জানে আলম, সহ-সভাপতি রাশেদুল আমিন চৌধুরী, যুগ্ম সম্পাদক জাকের উল্লাহ বাচ্চু, যুগ্ম সম্পাদক মুহাম্মদ নুরুল আমিন, অর্থ-সম্পাদক মোহাম্মদ রাসেল উদ্দিন, প্রবাসী কল্যাণ সম্পাদক আবদুস ছবুর বিন মুনির, সমিতির নির্বাসী সদস্য ছফুর আলম নাছির, মোঃ শফিকুল ইসলাম ও মাওলানা জহির উদ্দিন।
অন্যদের লিয়াকত আলী, সাইফুল ইসলাম, তানভীর আহমদ, তৌসিফ রেজা চৌধুরী, তনজিদুল ইসলাম, আবদুর রহিম ও গিয়াস উদ্দিন প্রমুখ।

সংসদ সদস্য ও আর্ন্তজাতিক ইসলামী বিশ্বিবদ্যালয় চট্টগ্রাম এর চেয়ারম্যান প্রফেসর ড.আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি সংবর্ধনা অনুষ্ঠানে সুদীর্ঘ ৩ যুগ ধরে লোহাগাড়া সাতকানিয়া ও দক্ষিণ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সামাজিক উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছি যা দেশ ও প্রবাসে জানেন, ২০১৪ সালে সাংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এলাকা সর্বক্ষেত্রে উন্নয়নের কাজ অব্যহত রয়েছেন বলে প্রধান অতিথির বক্তব্যের উপরোক্ত তিনি এসব কথা বলেন, তিনি বলেন, প্রবাসীদের রেমিট্যান্সে দেশে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখায় সকল প্রবাসীকে সুস্থ কামনা করে ধন্যবাদ জানিয়ে বিদেশের মাঠিতে খন্ড লোহাগাড়া উপজেলার নয় ইউনিয়নের ঐক্য দেখে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান, সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন এবং আগামীতে লোহাগাড়া প্রবাসী সমিতি সৌদি আরব সংগঠনের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ