• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৬:৩৫ অপরাহ্ন

ওপেনিংয়ে সেই ব্যর্থতার চক্র

ডেক্স নিউজ / ১৯ ভিউ টাইম
আপডেট : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

তিন ওপেনার নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। নিয়মিত ওপেনার নাইমের সঙ্গে আছেন লিটন দাস ও সৌম্য সরকার। কিন্তু সবাইকে চমকে নাইমের সঙ্গে ব্যাট করতে আসেন সাকিব আল হাসান।

সবাই তাকিয়ে ছিলেন হয়তো ব্যর্থতার চক্র ভেঙে দারুন শুরু এনে দেবে তারা। কিন্ত আশায় গুঁড়েবালি। আবারো সেই ব্যর্থতার গল্প সামনে এলো।

স্কোর বোর্ড ২১ রান হতেই ফিরে যান সাকিব। প্রথম ওভারে বলে এসে তৃতীয় বলে সাকিবকে ফেরায় আন্দে রাসেল। এর আগে ২ বলে ৯ রান যোগ করেন এই নতুন ওপেনার।

একটু থেমে চলে যান নাঈম শেখও। ১৯ বলে ১৭ রান করে হোল্ডারের বলে বোল্ড হন ওই ওপেনার।

পাওয়ার প্লের রানের চক্রও ভাঙেনি তারা। পাওয়ার প্লের ৬ ওভারে মাত্র ২৯ রান করেছে বাংলাদেশ। ক্রিজে ব্যাট করছে সেই লিটন-সৌম্য। লিটন ওয়ান নেমে ৭ বলে ৬ এবং সৌম্য ৫ বলে ২ রানে খেলছে।

এর আগে, টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে গ্রুপ ‘ওয়ান’-এ নিজেদের তৃতীয় ম্যাচে শুক্রবার শারজায় টস জিতে ক্যারিবীয়দের শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডির ব্যাটাররা ৭ উইকেটে তুলে নেন ১৪২ রান। শেষ সময়ে নিকোলাস পুরানের ঝড়ো ইনিংস বড় হয়। তবে এতে বাংলাদেশি ফিল্ডারদেরও কম অবদান নেই।


আরো বিভন্ন বিভাগের নিউজ