• শুক্রবার, ১০ মে ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন

প্রথম দিনই মাথায় ব্যথা পেয়ে ছিটকে গেলেন জ্যাক লিচ

ডেস্ক নিউজ / ২৯ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের প্রথম দিনেই ‘কনকাশন সাব’ নিতে হয়েছে ইংল্যান্ডকে। ম্যাচের ষষ্ঠ ওভারেই মাথায় আঘাত পাওয়ায় লর্ডস টেস্ট থেকেই ছিটকে গেলেন ইংল্যান্ডের স্পিনার জ্যাক লিচ। ফিল্ডিং করতে গিয়ে তিনি বেকায়দায় মাটিতে পড়ে গিয়েছিলেন। তার কনকাশন সাব হিসেবে নেওয়া হয়েছে লেগ স্পিনার ম্যাট পার্কিনসনকে।
টস জিতে আগে ব্যাটিং করতে গিয়ে শুরুতেই বিপদে পড়েছিল নিউজিল্যান্ড। ৭ রানে নেই হয়ে যায় ৩ উইকেট। ষষ্ঠ ওভারে ডেভন কনওয়ের একটি বাউন্ডারি বাঁচাতে গিয়ে বেকায়দায় মাটিতে পড়ে যান লিচ। মাঠের বাইরে তার শুশ্রূষা চলতে থাকে। প্রাথমিক উপসর্গ দেখে মনে হয়েছে, মাথায় আঘাত লেগেছে তার। প্রচণ্ড যন্ত্রণায় ঘাড়ে বার বার হাত বোলাচ্ছিলেন লিচ।

এরপর আর ঝুঁকি না নিয়ে ‘কনকাশন সাব’ হিসাবে পার্কিনসনের নাম ঘোষণা করা হয়। লিচের চিকিৎসা চলাকালীন ম্যাচ কিছুক্ষণের জন্যে বন্ধ ছিল। ফিজিওথেরাপিস্ট এসে লিচকে সুস্থ করার চেষ্টা করেন। কিন্তু কাজ হয়নি। এতে অবশ্য ইংল্যান্ড খুব একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে না। কারণ ব্রড-অ্যান্ডারসন জুটির দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে কিউইদের ব্যাটিং।


আরো বিভন্ন বিভাগের নিউজ