• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন

এ বছর ডেঙ্গুতে মৃত্যু ১০০ দাঁড়াল

ডেক্স নিউজ / ৩১ ভিউ টাইম
আপডেট : শনিবার, ১৫ জুলাই, ২০২৩

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরো সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে মৃত্যুর সংখ্যা ১০০ দাঁড়াল।

শনিবার (১৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো এক হাজার ৬২৩ জন। এক দিনে আক্রান্তের এ সংখ্যা চলতি বছরের সর্বোচ্চ। চলতি জুলাইয়ে এখন পর্যন্ত মৃত্যু হলো ৫৩ জনের। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ১০৯ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বাকি ছয় হাজার ৩৪৫ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৬২৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে এক হাজার ১৬৮ জন ঢাকায় এবং ৪৫৫ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

চলতি বছরের জুন পর্যন্ত দেশে ডেঙ্গুতে যত মানুষ আক্রান্ত ও যত জনের মৃত্যু হয়েছে, তা এর আগে কোনো বছরের প্রথম ছয় মাসে হয়নি। চলতি জুলাইয়ের প্রথম ১২ দিনের প্রতি দিন ডেঙ্গুতে মৃত্যু ঘটেছে। গত বছরের জুলাইয়ে ডেঙ্গুতে নয়জনের মৃত্যু হয়েছিল। আর আক্রান্ত হয়েছিলেন এক হাজার ৫৭১ জন। এ বছরের প্রথম ১২ দিনেই মৃত্যু হলো ৪১ জনের।

দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী মারা যায় গত বছর, ২৮১ জন। এর আগে ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয়। এছাড়া ২০২০ সালে সাতজন, ২০২১ সালে ১০৫ জন মারা যান।


আরো বিভন্ন বিভাগের নিউজ