• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন

শেখ হাসিনা থাকলেই গরীব অসহায় মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে- ফাইতং যুবলীগ

বিশেষ প্রতিবেদক / ৩৩ ভিউ টাইম
আপডেট : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

পার্বত্য জেলার বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়ন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জম্মদিন উদযাপন হয়েছে। শুক্রবার (২৯সেপ্টেম্বর) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ হল রুমে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ব্যাপক উৎসহ উদ্দীপনার মধ্য দিয়ে কেক কেটে দিনটি পালন করেছে ফাইতং ইউনিয়ন যুবলীগ সংগঠনের নেতাকর্মী।

উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠানে ফাইতং ইউনিয়ন যুবলীগ সভাপতি বাবু থোয়াই সানু মার্মা এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফাইতং ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান মোঃ ওমর ফারুক, সহসভাপতি শহিদুল্লাহ মিন্টু, সহসভাপতি মাহামুদুর রহমান শুক্কুর, যুবলীগ সহসভাপতি বোরহান উদ্দিন রিজু,সাদ্দাম হোসেন শাহীন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন সিকদার,যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন জয়, ২নং ওয়ার্ড মেম্বার কামাল উদ্দিন, যুব মহিলা আওয়ামিলীগ সভাপতি রেজিয়া বেগম, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান রুবেল, ছাত্রলীগ সহসভাপতি ইসমাইলুল করিম, সাধারণ সম্পাদক রাকিব হোসেন রাজু সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের, যুবলীগ নেতাকর্মী প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে মো. ওমর ফারুক বলেন, বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশের সার্বিক উন্নয়নের সাথে বাংলার আপামর জনসাধারণের ভাগ্যের উন্নয়ন সম্ভব।বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। আর তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও প্রধানমন্ত্রী আসনে আসীন করা একান্ত দরকার।

আলোচনা সভা অতিথিরা বক্তব্য বলেন,বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও দেশের মানুষের জন্য যে পরিশ্রম করছেন সেই ঋণ কখনোই শোধ করা যাবে না। প্রত্যেকটি সেক্টরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোঁয়ায় দেশ এখন উন্নয়নের শিখরে অবস্থান করছে। শেখ হাসিনা থাকলেই গরীব অসহায় মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে দেশের মানুষ আজ অনেক ভালো আছে। আগামী সংসদ নির্বাচন সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কা ভোট দিয়ে বিজয় করতে হবে।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুকন্যা প্রধনামন্ত্রী শেখ হাসিনার দীঘায়ু কামনায় বিশেষ দোয়া ও কেক কাটা হয়।


আরো বিভন্ন বিভাগের নিউজ