• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:১৪ পূর্বাহ্ন

ঢাকায় ডাক্তার দেখাতে এসে করোনায় আক্রান্ত শরীয়তপুরের গৃহবধূ

নিউজ রুম / ৬৯ ভিউ টাইম
আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
ফাইল ছবি  

চ্যানেল কক্স ডেস্ক:

রাজধানী ঢাকায় ডাক্তার দেখাতে এসে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার এক গৃহবধূ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ডামুড্যা উপজেলায় এই বৈশ্বিক মহামারীতে আক্রান্ত হওয়া প্রথম রোগী।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সিভিল সার্জন ডা. এসএম আবদুল্লাহ আল মুরাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে রিপোর্ট হাতে পাওয়ার পর দেখা যায় তার করোনা পজেটিভ। ওই গৃহবধূর বাড়ি ডামুড্যা উপজেলার পৌর এলাকার বিশাকুড়ি গ্রামে।

জানা যায়, গত ১১ এপ্রিল ওই নারী তার স্বামীর সঙ্গে ঢাকায় ডাক্তার দেখাতে আসেন। সেখান থেকে বাড়ি ফেরার পর তিনি অসুস্থ হয়ে পড়েন।

খবর পেয়ে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য বিভাগ গৃহবধূর শরীরে করোনা উপসর্গ দেখতে পেয়ে তার নমুনা সংগ্রহ করে।

১৫ এপ্রিল পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রিপোর্ট হাতে পাওয়ার পর দেখা যায় তার করোনা পজেটিভ।

ওই রাতেই তাকে বাড়িতে আইসোলেশন রাখার ব্যবস্থা করে চিকিৎসা দিচ্ছে উপজেলা স্বাস্থ্য বিভাগ ।

এ ব্যাপারে সিভিল সার্জন ডা. এসএম আবদুল্লাহ আল মুরাদ বলেন, রিপোর্ট পাওয়ার পর ওই বাড়িতে রোগীকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়ার ব্যবস্থা করা হয়েছে।


আরো বিভন্ন বিভাগের নিউজ