• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন

করোনা আতঙ্কে লাফিয়ে পড়ে পুলিশের মৃত্যু, গ্রামের বাড়িতে দাফন | সি কক্স নিউজ

নিউজ রুম / ৫২ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২০

সি কক্স ডেস্ক নিউজ:

করোনা আতঙ্কে রাজধানীতে পাঁচ তলা বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়া পুলিশ কনস্টেবল তোফাজ্জল হোসেনের লাশ মঙ্গলবার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দাফন করা হয়েছে।  

নিহত তোফাজ্জল হোসেনের পিতা শাহেদ মিয়ার অসুস্থতার কারণে ভাগিনার জন্য দেশবাসীর কাছে দোয়া চান ফরিদ মাষ্টার।  
তোফাজ্জল হোসেনের কলেজ পড়ুয়া বন্ধু ডা. হাবিব বলেন, সে ছিল অত্যন্ত ভদ্র ছেলে। তার এমন মৃত্যুতে সকলে শোকাহত।

এলাকাবাসীর কাছে তোফাজ্জল হোসেন ছিল অনেক ভালো ছেলে। তার অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারছে না।

খিলগাঁও থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৯ এপ্রিল ওই কনস্টেবলের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে।

এই নিয়ে তার স্ত্রীর কাছে পরীক্ষাটি সন্দেহ হয়। এতে তোফাজ্জল মানসিকভাবে হতাশাগ্রস্থ হয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। কনস্টেবল তোফাজ্জল হোসেন স্ত্রী ও দুই মেয়ে নিয়ে ওই বাসায় থাকতেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ