• বুধবার, ০৮ মে ২০২৪, ০৬:২০ অপরাহ্ন

শঙ্কা বাড়াচ্ছে মশার অতি প্রজনন

ডেস্ক নিউজ / ১০৫ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

জলবায়ু পরিবর্তনসহ প্রাকৃতিক ও পরিবেশগত নানা কারণে দেশে সময়ে-অসময়ে বৃষ্টিপাত, অতিবৃষ্টি ও তাপমাত্রার অস্বাভাবিকতার সুযোগে এডিস মশার প্রজনন দীর্ঘায়িত হচ্ছে। মশা বংশবিস্তারে ডেঙ্গুর শঙ্কা আরও বাড়ছে। গেল বছর এই সময়ের চেয়ে এ বছর পরিস্থিতি বেশ নাজুক। এক বছরের ব্যবধানে ডেঙ্গু যেন দ্বিগুণ শক্তি নিয়ে আক্রমণ শুরু করেছে। এই অতি ক্ষুদ্র প্রাণীটি অসংখ্য মানুষের জীবন বিপন্ন করে তুলছে।

সর্বশেষ গত ৪ দিনের হিসাবে চোখ রাখলে দেখা যায়, প্রতিদিন গড়ে তিন হাজারের বেশি আক্রান্ত হচ্ছেন। মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন নাম। নিঃস্ব হয়ে পড়ছে অসংখ্য পরিবার। ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর যে তথ্য স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, তা আরও ভয়ংকর। এ সময়ে ২১ জনের মৃত্যুর খবর দেয় দপ্তরটি। অপরদিকে ৩ হাজার ১৫ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানানো হয়। যদিও আক্রান্তের এই অঙ্কে অনেক গরমিল আছে। কারণ, যারা বাসাবাড়িতে বা ছোটখাটো বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন তাদের সেই তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের কাছে নেই। যে কারণে ডেঙ্গুর ভয়াবহতা গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হচ্ছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


আরো বিভন্ন বিভাগের নিউজ