• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:২৬ অপরাহ্ন

কেবলমাত্র তত্ত্বগত চর্চায় আবদ্ধ ছিলেন না জাফর আহমদ

নিউজ রুম / ১৩৯ ভিউ টাইম
আপডেট : শুক্রবার, ২৮ জুন, ২০১৯

অনলাইন ডেস্ক : সিপিবি’র প্রাক্তন সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা প্রয়াত সৈয়দ আবু জাফর আহমদের নাগরিক শোকসভায় নেতৃবৃন্দ বলেছেন, রাজনৈতিক জীবনের শুরু বৃহত্তর সিলেটের মৌলভীবাজারে হলেও তিনি(সৈয়দ আবু জাফর আহমদ) কেবলমাত্র সেখানকার নেতা ছিলেন না।নিজের সৃজনশীলতা ও নেতৃত্বের গুণে তিনি সারা বাংলাদেশের বাম গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বের কাতারে উত্তীর্ণ হয়েছিলেন। সৈয়দ আবু জাফর আহমদের কেবলমাত্র তত্ত্বগত চর্চায় আবদ্ধ ছিলেন না, বরং ক্ষেতমজুর, চা শ্রমিক, পরিবহন শ্রমিকসহ দেশের মেহনতি মানুষের দৈনন্দিন সংগ্রামে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। রাজধানীর বিএমএ মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সয়দ আবু জাফর আহমদকে স্মরণ করে নেৃতৃবন্দ বলেন, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী সৈয়দ আবু জাফর আহমদ তাঁর গোটা জীবনকে মানবমুক্তির লক্ষ্যে উৎসর্গ করেছেন। তিনি শোষণমুক্তির সংগ্রামে একনিষ্ঠভাবে আমৃত্যু নিজেকে নিয়োজিত রেখেছেন। দেশের এই সংকটকালে সৈয়দ আবু জাফর আহমদের মৃত্যুতে প্রগতিশীল রাজনীতি এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। নাগরিক শোকসভার শুরুতে সৈয়দ আবু জাফর আহমদের প্রতিকৃতিতে সিপিবিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। পরে প্রয়াত নেতার স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। শোকসভায় উদীচী শিল্পীগোষ্ঠী সংগীত পরিবেশন করে। শোকসভায় নেতৃবৃন্দ আরো বলেন, সৈয়দ আবু জাফর আহমদ তাঁর রাজনৈতিক প্রজ্ঞা এবং চারিত্রিক দৃঢ়তার কারণে পার্টির নীতি-আদর্শ ও রাজনৈতিক লাইন বাস্তবায়নের ক্ষেত্রে আপসহীন ও ধারাবাহিক ভূমিকা পালনে সক্ষম হয়েছিলেন। ফলে তিনি শাসকশ্রেণির বিরুদ্ধে বাম গণতান্ত্রিক বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা রাখতে পেরেছেন। তিনি আরও বলেন, সৈয়দ আবু জাফর আহমদ অত্যন্ত বিনয়ী ও সজ্জন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। আবার আদর্শ ও নীতির প্রশ্নে তিনি ছিলেন বজ্র-কঠোর মনোভাবাপন্ন। রাজনৈতিক কর্তব্য পালনের ক্ষেত্রে তাঁর একাগ্রতা আমাদের জন্য অনুসরণীয়। সিপিবি সভাপতি দলের প্রয়াত প্রাক্তন সাধারণ সম্পাদকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, সৈয়দ আবু জাফর আহমদের জীবন থেকে আজকের দিনের বিপ্লবীদের শিক্ষা নিতে হবে। সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন সিপিবি’র প্রাক্তন সভাপতি মনজুরুল আহসান খান, বাসদ-এর সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, সিপিবি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম, ঐক্য ন্যাপের সহসভাপতি এসএমএ সবুর, অ্যাডভোকেট তোবারক হোসেন, সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মকবুল হোসেন, ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা, সৈয়দ আবু জাফর আহমদের কন্যা তাহরিমা রুবাইয়াৎ প্রান্তি।শোকসভা পরিচালনা করেন সিপিবি’র সহকারী সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন। সভায় সৈয়দ আবু জাফর আহমদের জীবনালেখ্য পাঠ করেন মো. কিবরিয়া।


আরো বিভন্ন বিভাগের নিউজ