• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন

আলীকদমে মৎস্য সপ্তাহের র‍্যালি,পোনা অবমুক্তকরণ ও সভা অনুষ্ঠিত

বার্তা কক্ষ / ১৫৩ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯

মোঃ নাজমুল হুদা,নিজস্ব প্রতিনিধিঃ “মাছ চাষে গড়বো দেশ- বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানকে ধারণ করে বান্দরবানের আলীকদম উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ ইং,উপলক্ষে ২য় দিনে বর্ণাঢ্য র‍্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার (১৮ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে মৎস্য অফিসের আয়োজনে এ কর্মসূচি হয়। এক্ষেত্রে এবারের জাতীয় মৎস্য সপ্তাহের “মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে কার্যক্রম অব্যাহত রয়েছে।র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

উক্ত সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম।এতে সভাপতি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদ ইকবাল। আরো বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন (বিএ),শিরিন আক্তার,মৎস্য অফিসার (অতিরিক্ত) জয় বণিকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক, মৎসজীবিবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উদযাপন উপলক্ষে বান্দরবানের আলীকদমে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।বুধবার (১৭ জুলাই) সকাল ১১ ঘটিকায় উপজেলা মৎস্য অফিসে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য অফিসার (অতিরিক্ত) জয় বণিক, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য অফিসের সপ্তাহ ব্যাপী কর্মসূচীর নানা বিষয়ে সাংবাদিকদের নিকট অবহিত করেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ